ডিএ আন্দোলনের মাঝেই বড় বার্তা মমতার, কী বললেন? এম ভারত নিউজ

Mbharatuser

এই অবস্থায় রাজ্য সরকারের ভূমিকাকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাসংদ অধীর চৌধুরী

0 0
Read Time:2 Minute, 34 Second

বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা পথে নেমেছেন। দুদিনের কর্মবিরতিতে লাটে উঠেছে সরকারি পরিষেবা। পরিস্থিতি যা তাঁরা লাগাতার ধর্মঘটের দিকে যেতে পারে বলেই জানাচ্ছে আন্দোলনকারীরা। সোমবারের পর মঙ্গলবারও অফিসে গিয়েও লাগাতার আন্দোলনে অংশ নেয় তারা।

এরই মাঝে পাহাড়ে গিয়ে সরকারি কর্মীদের উদ্দেশে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘আজকে টাকা নেই, পয়সা নেই, তাও কারও মাইনে বন্ধ হয়নি। সরকারি কর্মীরাও আমার বন্ধু। সরকারি কর্মীরা ভাল থাকলে, আমরাও ভালো থাকব। কেন্দ্রের আর্থিক বঞ্চনার কারণেই ডিএ আটকে সরকারি কর্মীদের।’ এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পেনশন শুধুমাত্র বাংলার সরকার দেয়, আর সবাই তুলে দিয়েছে। রাজ্যের টাকা-পয়সা নেই, তারও কারও কি টাকা বন্ধ হয়েছে?

এই অবস্থায় রাজ্য সরকারের ভূমিকাকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাসংদ অধীর চৌধুরী। আইনশৃঙ্ঙলা থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে তিনি সমালোচনা করেন সরকারের। বলেন, ‘আজকে ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা পথে নেমেছেন। যৌথ সংগ্রামী মঞ্চে এসে তারা প্রতিবাদ করছেন, কর্মবিরতি পালন করছেন। সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ না দিয়ে দেউলিয়া হতে বসেছে রাজ্য সরকার। একদিন এই সমস্যা মিটে যায়। তা না করে সংঘাতে যাচ্ছে রাজ্য সরকার।

http://dhunt.in/JNJs3

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মেঘালয় সফরে মমতা-অভিষেক, নজরে উত্তর-পূর্ব ভোট। এম ভারত নিউজ

ইতিমধ্যেই মেঘালয়ে ভিশন ডকুমেন্টস প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।

Subscribe US Now

error: Content Protected