দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৯৪ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ লক্ষ ৭১ হাজার ৫৫৯ এ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৪০ জনের। মোট মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ১৮৮ । গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৪২ হাজার ৯১৬ জন। এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৯০ লক্ষ ১৬ হাজার ২৮৯ । দেশে এই মুহূর্তে চিকিৎসাধীন করোনা রোগির সংখ্যা ৪ লক্ষ ১৬ হাজার ৮২ । ভারতে এখন সুস্থতার হার ৯৪.২০ শতাংশ। মৃতের হার ১.৪৫ শতাংশ।

এর আগে গত মঙ্গলবার করোনায় আক্রান্ত হন ৩১ হাজার মানুষ। যা আজকের তুলনায় অনেকটাই কম । এরপর বুধবার থেকে আবারও বাড়তে থাকে সংক্রামিতের সংখ্যা । গতকাল বৃহস্পতিবার সংক্রামিত হন ৩৫ হাজার মানুষ। আর আজ তা আরও কিছুটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৩৬ হাজারেরও কিছু বেশিতে ।

অন্যদিকে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,২৪৬ জন । গত ২৪ ঘন্টায় বাংলায় মৃত্যু হয়েছে মোট ৪৯ জনের । রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৯৩ হাজার ৩১৬-তে দাঁড়িয়েছে । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩,২৫৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন মোট ৪ লক্ষ ৬০ হাজার ৬৩৪ জন মানুষ ।