২৪ শে নভেম্বর ফুটবল বিশ্বকাপের আজ মেগা বৃহস্পতিবার। ফুটবল বিশ্বকাপের তিন সেরা দেশ মাঠে নামতে চলেছে আজ। বিশ্বকাপে চতুর্থ দিনে অঘটনটি ঘটে দ্বিতীয় ম্যাচে জাপান জার্মানিকে ২-১ গোলে পরাজিত করে। অন্যদিকে স্পেন কোস্টারিকাকে ৭-০ গোলে পরাজিত করে এবারের বিশ্বকাপের রেকর্ড গোলের সংখ্যা ছুঁয়ে ফেলে। চতুর্থ দিনের চতুর্থ ম্যাচে অবশ্য প্রত্যাশিত ভাবেই কানাডার বিরুদ্ধে বেলজিয়াম ১-০ গোলে জয়ী হয়।
ভারতীয় সময় ৩টা ৩০ মিনিটে বিশ্বকাপের পঞ্চম দিনের প্রথম ম্যাচে খেলতে নেমেছে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ ক্যামারুন। এই ম্যাচের সুইজারল্যান্ড ১-০ গোলে জয়ী হয়।
পঞ্চম দিনের দ্বিতীয় ম্যাচে ভারতীয় সময় ৬টা ৩০ মিনিটে মাঠে নামতে চলেছে উরুগুয়ে। উরুগুয়ের এর প্রতিপক্ষ এশিয়ার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া।
পঞ্চম দিনের তৃতীয় ম্যাচে ভারতীয় সময় ৯টা ৩০ মিনিটে খেলতে নামতে চলেছে রোনাল্ডোর দেশ পর্তুগাল। পর্তুগালের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল ঘানা। ফুটবল বিশ্বের সকলেই তাকিয়ে রয়েছে এই ম্যাচের দিকে রোনাল্ডোর পায়ের জাদু দেখার জন্য।
পঞ্চম দিনের চতুর্থ ম্যাচে ভারতীয় সময় ১২টা ৩০ মিনিটে মাঠে নামতে চলেছে ফুটবলের জাদুকর তৈরির দেশ ব্রাজিল। বাজিলের প্রতিপক্ষ দুর্বল সার্বিয়া। এই ম্যাচে ব্রাজিলের জয় নিশ্চিত মনে করা হলেও, সকলেই তাকিয়ে রয়েছে ব্রাজিলের খেলা দেখার জন্য।
আরও পড়ুন