তৃণমূলের বহু বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে: মিঠুন । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 28 Second

বুধবার বেলা 12 টার সময় হেস্টিংসের বিজেপি কার্যালয়ে পৌঁছোন মিঠুন চক্রবর্তী। এখানে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধন্দ ও বিধায়কদের নিয়ে বৈঠক করেন। বৈঠকের শেষে তিনি সতীশ ধন্দ ও রুদ্রনীল ঘোষকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন। এরপরই মিঠুন চক্রবর্তী বলেন, এ মুহূর্তে তৃণমূলের প্রায় ৩৮ জন বিধায়ক বিজেপি সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে এছাড়াও তৃণমূলের ২১ জন বিধায়ক নাকি মিঠুন চক্রবর্তীর সঙ্গেও যোগাযোগ করছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপির সাংগঠনিক ক্ষমতা কমতে থাকে ও বিজেপির অনেক নেতা তৃণমূলে যোগদান করেন। এতদিন ধরে তৃণমূলের নেতারা বারবার দাবি করে এসেছে যে তৃণমূলের দরজা খুলে দিলে বিজেপি নাকি ফাঁকা হয়ে যাবে তারপর হঠাৎ মিঠুন চক্রবর্তীর এই দাবি বাংলার রাজনৈতিক মহলে এক অন্যরকম প্রশ্ন তুলে দিয়েছে। তারপর তিনি বলেন, বিজেপি মুসলিম বিরোধী হলে বিজেপি যে ১৮ টি রাজ্যে ক্ষমতায় আসছে সেখানে বলিউডের ৩ সুপারস্টার শাহরুখ খান সালমান খান আমিন খানের ছবি কি করে এত বেশি চলে। তিনি এও বলেন যে স্বচ্ছ নির্বাচন হলে পশ্চিমবাংলায় বিজেপির জেতা কেউ রুখতে পারবে না। অন্যদিকে মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭ থেকে ৭০ এ দাঁড়িয়েছে, আরো কমবে। মাঝে মাঝে নিজেকে রাজনীতিতে রাখার জন্য এরকম দাবি করতে হয়। তৃণমূল তাতে কোন গুরুত্ব দিচ্ছে না বলেও দাবি করেন কুনাল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কর্নাটকে বিজেপি নেতাকে হত্যা, বিক্ষোভ রাজ্যজুড়ে । এম ভারত নিউজ

তালিবানি কায়দায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হলো কর্নাটকের বিজেপির যুব মোর্চার নেতাকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার বেল্লারে গ্রামে। কয়েকজন দুষ্কৃতি বাইকে করে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এই যুবমোর্চার নেতাকে। উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে । ম্যাঙ্গালোর ও উদুপি থেকে অতিরিক্ত পুলিশবাহিনী […]

Subscribe US Now

error: Content Protected