ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে তৎপর সিবিআই । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 15 Second

ভোট-পরবর্তী হিংসা মামলায় তদন্তে এবার তৎপর হল তদন্তকারী সংস্থা সিবিআই। প্রসঙ্গত উল্লেখ্য, বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর ফল প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতির অবস্থা উত্তাল। প্রায় প্রতিদিনই বিজেপি সমর্থকদের, ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায় অনুসারে তদন্তকারী সংস্থা সিবিআইকে এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে। আর তারপর থেকেই গোটা রাজ্যকে চারটি জোনে ভাগ করে তদন্ত শুরু করেছে তদন্তকারী সংস্থা। এই চারটি যুগ হল কলকাতা, দক্ষিণবঙ্গ, পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গ। জানা যাচ্ছে, এই চারটি জোনের প্রত্যেকটির দায়িত্বে থাকবেন একজন করে জয়েন্ট ডিরেক্টর। জানা যাচ্ছে, খুন এবং অস্বাভাবিক মৃত্যুর ঘটনা গুলি আলাদা আলাদা করে এফআইআর দায়ের করতে হবে আদালতে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই মামলার রায় প্রদানের পরই তড়িঘড়ি তৎপর হয়েছে তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, আগামী সোমবার রাজ্যে আসছেন এই ৪ জন জয়েন্ট ডিরেক্টর। জানা যাচ্ছে, রাজ্য পুলিশের কাছ থেকে নথি সংগ্রহ করে এই বিষয়ে এফআইআর করা হবে। তাছাড়াও তদন্ত করার বিষয়টিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। খুন, রাহাজানি, ধর্ষণের মত বড় ঘটনাগুলি সরাসরি তদন্ত করবে সিবিআই। ওদিকে মারধর দাঙ্গা-হাঙ্গামার মত বিষয়গুলিকে তদন্ত করার জন্য তিনজন আইপিএস অফিসারের একটি দল গঠন করা হয়েছে। আগামী ছয় সপ্তাহের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে তদন্তকারী সংস্থাকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচতে সেঁজুতি পথ নাটিকা দুবরাজপুরে । এম ভারত নিউজ

করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচতে সেঁজুতি পথ নাটিকা অনুষ্ঠিত হল বীরভূমের দুবরাজপুরে। করোনাকালীন কঠিন পরিস্থিতি পার করে এসে তৃতীয় ঢেউয়ের জন্য দিন গুনছে দেশবাসী। গত দেড় বছরে এই অতিমারি গোটা পৃথিবীটাকেই নিজের গ্রাসে নিয়ে নিয়েছে। যার জেরে বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কিছু জায়গা। দ্বিতীয় ঢেউ কাটতে না […]
News_858

Subscribe US Now

error: Content Protected