দীর্ঘ প্রতীক্ষার পর চার হাত এক হতে চলেছে বরুণ এবং নাতাশার । আজই আলিবাগের বিচ রিসর্টে বিয়ের অনুষ্ঠান হবে বরুণ এবং তার প্রেমিকা নাতাশার । তবে সাধারণত কোন সেলিব্রেটির বিয়েকে কেন্দ্র করে যে চাঁদের হাট বসতে দেখা যায় তা হয়তো দেখতে পাওয়া যাবে না বরুণ-নাতাশার ক্ষেত্রে। করোনা আবহে যে সমস্ত সেলিব্রেটিরা নিজের বৈবাহিক অনুষ্ঠান সেরেছেন সেখানে উপস্থিত ছিলেন বহু নামিদামি সেলিব্রেটিরা । তবে নিজের বিয়েতে ভীড় বাড়াতে চান না বরুন । সম্ভবত সেই জন্যই নিজের এবং নাতাশার পরিবারসহ কিছু কাছের বন্ধু-বান্ধব এবং ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েকজনকেই আহ্বান জানিয়েছেন তিনি। এমনকি নিমন্ত্রিতদের বিয়ের কার্ড পাঠানো হয়েছে ইমেইলের মাধ্যমে।

জানা যাচ্ছে, আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন করণ জোহর, যার হাত ধরেই বলিউডে পা দিয়েছিলেন বরুণ ধাওয়ান। পাশাপাশি উপস্থিত থাকবেন সলমান খান, রনবির কাপুর, আলিয়া ভাট প্রমূখ। ইতিমধ্যেই বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গন্তব্যে পৌঁছেছেন দুই পরিবারের সদস্যরা। পৌঁছে গিয়েছেন মনীষ মলহোত্রাও । যদিও বিয়ের অনুষ্ঠান সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেননি কেউই । সম্ভবত বরুণ অনুগামীদের মনে উত্তেজনা বাড়িয়ে দেওয়ার কৌশল এটা ।