প্রয়াত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায় স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। কিডনি বিকল হয়ে রবিবার রাত ২.৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি করা হয়েছিল হাসপাতালেও।সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে গতকাল রাত্রে তাঁর মৃত্যু হয়েছে।হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু জানান, “বাবা চলে যাওয়ার পরেই বাঁচার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিলেন মা।”উল্লেখ্য গত বছর ১৫ নভেম্বর প্রয়াত হন বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি তথা প্রতিভাবান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। দীর্ঘ ৪৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি।১৯৬০ সালে দীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। প্রেম করেই বিয়ে হয়েছিল তাঁদের। প্রায় ছয় দশক ধরে এই জুটি সংসার করেছিলেন। তুখোড় ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন দীপা চট্টোপাধ্যায়। কয়েকটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। রবিবার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যেই তাঁর এই ছেড়ে চলে যাওয়ার খবর শোকের ছায়া টেনে এনেছে টলিপাড়ায়। ইতিমধ্যেই শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে টুইট করেছেন অনেক অভিনেতা অভিনেত্রী।
প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় । এম ভারত নিউজ।
Read Time:2 Minute, 11 Second