ইতিমধ্যেই সংক্রমণের নিরিখে ৪০ লক্ষ ছাড়িয়েছে ভারত । আমেরিকা ও ব্রাজিলের পরই তৃতীয় স্থানে ভারতের নাম উঠে এসেছে । দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৬,৪৩২ । এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্ত ৪,০২৩,১৭৯ । শেষ ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ১,০৮৯ । দেশে মোট মৃতের সংখ্যা ৬৯,৫৬১ । সুস্থ হয়েছেন প্রায় ৩১ লক্ষ মানুষ । সুস্থতার হার বাড়তেই এক দিকে দেখা গিয়েছে আশার আলো আর তারই মধ্যে নতুন উদ্বেগের কথা জানালেন এইমস চিফ ড. রণদীপ গুলেরিয়া । ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ভারতে নতুন করে আক্রান্তের হার যেসব জায়গায় বাড়ছে সেখানে নাকি করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে । প্রত্যেকদিন প্রায় ১০ লক্ষ টেস্টিং হচ্ছে । ফলে, আক্রান্তের সংখ্যাও ধরা পড়ছে বেশি । ভ্যাকসিন নিয়ে নানা দেশে জল্পনা চললেও করোনা থেকে মুক্তির আশা মিলছেনা সহজেই । তারই মধ্যে এই বক্তব্যে মানষিক ভাবে আরও দুর্বল হয়ে পড়তে পারেন সাধারন মানুষ ।
