Read Time:1 Minute, 20 Second
করোনা আবহে সুরক্ষাবিধি মেনেই পুজোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে এই পরিস্থিতিতে খাবারের গুণগত মান যাতে সঠিক থাকে তার জন্য শুক্রবার পূর্ব মেদিনীপুরের মেচেদা বাজার সংলগ্ন বিভিন্ন ফাস্টফুড ও বিরিয়ানি স্টলে জেলা ফুড দপ্তরে হানা দিলেন জেলার এনফোর্সমেন্ট ইন্সপেক্টর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এদিন হানা দিতেই চক্ষু চড়ক গাছ আধিকারিকদের। মেচেদার একটি ফুডস্টলের ফ্রিজ থেকে বের হয় একের পর এক মেয়াদ পেরিয়ে যাওয়া খাবার।

খাদ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে দোকান কর্তৃপক্ষ। অভিযোগ, দোকান থেকে বের হতেই জেলা ইনফোর্সমেন্ট ইন্সপেক্টারকে হেনস্থা করে অভিযুক্ত ফুডস্টল কর্তৃপক্ষ। পাশাপাশি কোলাঘাটের একটি হোটেলে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় বেআইনি বিলেতি মদ।