জয়নগরে মোয়ার হাব? প্রশাসনিক বৈঠকে মমতা। এম ভারত নিউজ

admin

সুন্দরবনের মধুর জি-আই প্রাপ্তির কথাও জানা যায় তার মুখে

0 0
Read Time:2 Minute, 32 Second

মোয়ার হাব হবে জয়নগরে। প্রশাসনিক সভা থেকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ’দিনের প্রশাসনিক বৈঠক থেকে মমতা জানান, জয়নগরের মোয়া ইতিমধ্যেই জি-আই ট্যাগ পেয়েছে। বিশ্বব্যাপী সুনাম ছড়িয়েছে জয়নগরের মোয়ার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি জয়নগরে মোয়ার হাব তৈরি করব। ফলস্বরূপ একই জায়গা থেকে সব ধরনের মোয়া কিনতে পারবেন গ্রাহকরা।

শুধু তাই নয়, এদিন তিনি আরও বলেন, প্রতিবারেই আমার কাছে মোয়া উপহার স্বরূপ আসে। কিন্তু মোটা হওয়ার ভয়ে তা আমি খেতে পারিনা। গঙ্গাসাগর সফর সেরে মঙ্গলবার জয়নগরে প্রশাসনিক সভায় যোগ দেন মমতা। সেখানেই জয়নগরের মোয়ার প্রশংসা শোনা যায় তাঁর মুখে। তিনি জানান, জয়নগরে তিনি আজ এসেছেন কারণ, জয়নগরের বিধায়ক তাঁকে প্রচুর মোয়া পাঠান। তিনি নিজে সেগুলি খেতে পারেন না মোটা হয়ে যাবেন বলে। তাই অন্যদের দিয়ে দেন। বারুইপুর থেকে ফলও যায় তাঁর কাছে। তিনি তা সবই দিয়ে দেন বলে জানান। মমতা জানান, তিনি সকালে শুধু চা আর সামান্য খান, তার পর রাতের খাবার খান।

এর পাশাপাশি, সুন্দরবনের মধুর জি-আই প্রাপ্তির কথাও জানা যায় তার মুখে। বলেন, “সুন্দরবনের মধু…সুন্দরবনের পণ্যের নাম সুন্দরিণী রেখেছিলাম আমি। আজ সুন্দরিণী মধুও বিশ্ববিখ্যাত হয়েছে, জিআই ট্যাগ পেয়েছে। মৌমাছি, বোলতার কামড় খেয়ে যাঁরা মধু সংগ্রহ করেন, সেগুলিকে খাবার যোগ্য করে তোলেন, তাঁদের অভিনন্দন। মধু শরীরের জন্য অত্যন্ত ভাল। আপনাদের জেলার মুকুটে দু’দুটি স্বর্ণপালক সংযোজিত হল।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রয়াত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদার। এম ভারত নিউজ

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদার

Subscribe US Now

error: Content Protected