তীরন্দাজিতে নয়া সাফল্য ভারতের, কোয়ার্টার ফাইনালে দীপিকা- প্রবীণ।এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 21 Second

তিরন্দাজিতে নয়া সাফল্য পেল ভারত। সরকারিভাবে টোকিও অলিম্পিকের শুরু হয়েছে আজ সকালেই। তীরন্দাজিতে মিক্সড দলের এক অভিনব খেল প্রতিভা দেখতে পেল সমস্ত দর্শকেরা। আজ সকালে শুরুটা ঠিকমতো নাহলে শেষের দিকে দুরন্ত গতিতে নিজেদের ফ্রম ফেরাতে সফল হয়েছিলেন দীপিকা- প্রবীণ । জানা যায় আজ তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল চীনের লিনা চিয়া-এন ও ট্যাং চি চুনের জুটি। ম্যাচের শুরুর প্রথম দিকে চিনা এই দুইটি তীরন্দাজের কাছে বেশ কিছুটা পিছিয়ে ছিলেন তাঁরা। তবে তারপর দুরান্ত প্রত্যাবর্তন দেখিয়ে ম্যাচে নিজের ফর্মে ফিরে আসেন ভারতীয় এই দুই তীরন্দাজের জুটি। জানা যায় শুরুটা ৩-১ এর ব্যবধানে হলেও শেষ পর্যন্ত ভারতীয় দল নিজেদের জয় ফিরিয়ে আনেন ৫-৩ এর ব্যবধানে। আজই কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলতে চলেছেন তাঁরা। সেখানে ভারতের প্রতিদ্বন্দ্বিতা করবেন দক্ষিণ কোরিয়ার ২ তীরন্দাজ।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল সিলেকশন রাউন্ডের গেমে খুব একটা ভালো ফল করতে পারেননি ভারতীয় তীরন্দাজ দীপিকা কুমারি। বিশ্বব্যাপী তীরন্দাজি তালিকায় শীর্ষে স্থান তাঁর । অথচ গতকাল অলিম্পিকের শুরুতে অবশেষে ৯ নম্বরে নিজের স্থান দখল করেন তিনি। তবে আজ এক অন্যরকম রেজাল্ট দীপিকাকে জ্বলে উঠতে দেখে অলিম্পিকের দর্শকরা। জানা যায় সেট রাউন্ডে প্রয়োজনীয় ১০ নাম্বার নিজের দলের ঝুলিতে নিয়ে আসতে জ্বলে উঠেছিলেন তিনি। আর তা ফিরিয়ে এনে দলে জয় নিশ্চিত করেন ভারতীয় মহিলা তীরন্দাজ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কড়া ব্যবস্থা নিল সিউড়ি পৌরসভা, শুরু হল উচ্ছেদের কাজ। এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: অবশেষে পৌরসভার দখলকৃত জমি উদ্ধারে করার উদ্যোগ নিল সিউড়ি পৌরসভা। পূর্বঘোষণা অনুযায়ী আজ সকাল থেকেই পৌরসভার তরফ থেকে উচ্ছেদের অভিযান শুরু করানো হয়েছে। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই বেশকিছু ব্যবসায়ীরা তাঁদের ব্যবসার সুবিধা পৌরসভার জমি অধিগ্রহণ করে বসে আছেন। বারংবার এই বিষয়ে নোটিশ পাঠিয়ে কোন লাভ হয়নি। আর […]

Subscribe US Now

error: Content Protected