সংসদে কৃষি বিল পাশ হওয়ায় কৃষকদের ক্ষমতা বেড়েছে এবং তাঁরা ফসল বিক্রির স্বাধীনতা অর্জন করেছেন। রবিবার ‘মন কি বাত’ -এর ৬৮তম পর্বে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গেই এদিন মোদীর সংযোজন, ‘এই বিল নিয়ে এক শ্রেণির তরফে ভুল বোঝানো হচ্ছে। আসলে এই বিল দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করবে।এদিন তিনি বলেন, ‘কৃষকরাই হল দেশের আত্মনির্ভরতার আসল ভিত্তি।’ মন কি বাত
অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে কংগ্রেসের নাম না করে আক্রমণ শানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘মহাত্মা গান্ধীর দেখানো আর্থিক দর্শনের পথে দেশ চললে, এতদিনে আত্মনির্ভর ভারতের স্বপ্ন সফল হয়ে যেত।’ এদিন করোনার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও কথা বলেন নমো। তাঁর কথায়, ‘অতিমারীর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পারিবারিক মেলবন্ধন দৃঢ়তর হয়েছে,’ পাশাপাশি, কিছু কিছু পরিবারে মূল্যবোধের অভাব ঘটেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এদিনের বার্তায়
আগামী ২৮ সেপ্টেম্বর শহিদ ভগৎ সিংয়ের জন্মতিথি উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী।
