বেতার বার্তায় মোদীর কৃষি বিল প্রসঙ্গ

user
0 0
Read Time:1 Minute, 40 Second

সংসদে কৃষি বিল পাশ হওয়ায় কৃষকদের ক্ষমতা বেড়েছে এবং তাঁরা ফসল বিক্রির স্বাধীনতা অর্জন করেছেন। রবিবার ‘মন কি বাত’ -এর ৬৮তম পর্বে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গেই এদিন মোদীর সংযোজন, ‘এই বিল নিয়ে এক শ্রেণির তরফে ভুল বোঝানো হচ্ছে। আসলে এই বিল দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করবে।এদিন তিনি বলেন, ‘কৃষকরাই হল দেশের আত্মনির্ভরতার আসল ভিত্তি।’ মন কি বাত অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে কংগ্রেসের নাম না করে আক্রমণ শানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘মহাত্মা গান্ধীর দেখানো আর্থিক দর্শনের পথে দেশ চললে, এতদিনে আত্মনির্ভর ভারতের স্বপ্ন সফল হয়ে যেত।’ এদিন করোনার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও কথা বলেন নমো। তাঁর কথায়, ‘অতিমারীর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পারিবারিক মেলবন্ধন দৃঢ়তর হয়েছে,’ পাশাপাশি, কিছু কিছু পরিবারে মূল্যবোধের অভাব ঘটেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এদিনের বার্তায়
আগামী ২৮ সেপ্টেম্বর শহিদ ভগৎ সিংয়ের জন্মতিথি উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কৃষি বিল পাসে নিয়মলঙ্ঘন, বলছে রাজ্যসভা টিভির ফুটেজ

প্রথম থেকেই নিয়ম না মেনে সংসদে কষি বিল পাশের অভিযোগ তুলেছিল বিরোধীরা। এবার রাজ্যসভা টিভির ফুটেজ সেই অভিযোগকে কার্যত দঢ় করল। রাজ্যসভা টিভির ফুটেজে দেখা যাচ্ছে ২০ সেপ্টেম্বর দুপুর ১টা নাগাদ বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলছেন,‘‌আজ আর সময় বাড়ানো উচিত হবে না, মন্ত্রী আগামীকাল জবাব দিতে পারেন।’‌ কিন্তু রাজ্যসভার […]

Subscribe US Now

error: Content Protected