কর্মই সব, হনুমান মন্দিরে পুজো দিয়ে মন্তব্য শুভেন্দুর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 55 Second

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ পশ্চিমবঙ্গ যেন বাংলাদেশ না হয়ে যায়। এই কামনা করে ভোটের দিন ঘোষণার পর প্রথম রবিবার হনুমানজির মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বজরং মোড়ে হনুমানজির মন্দিরে পুজো দেন তিনি। বজরংবলীর মন্দিরে হাজারখানেক ভক্তের মধ্যে উপস্থিত হন বিজেপি নেতা।পুজোর পর অবশ্য সঙ্কটমোচন পদযাত্রায় হনুমানজির ভক্তবৃন্দদের সঙ্গে পাতিখালী মোড়ে পদযাত্রায় অংশ নিতে পারেননি তিনি। এদিন ভক্তবৃন্দরা পাতিখালী মোড় থেকে মঞ্জুশ্রী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পদযাত্রা করেন।

এদিন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে পেয়ে জানান, প্রতিবছর এই মন্দিরে পুজো দিতে তিনি আসেন। প্রতি বছরই নিষ্ঠাভরে হনুমানজির পুজো দেন। এরপরই আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গ যেন বাংলাদেশ না হয়ে যায়। সেই কামনাই এদিন হনুমানজির কাছে করে পুজো দিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, ধর্ম হল আস্থার জায়গা, কর্মই হল সব। তবে নির্বাচনী বিধি অনুযায়ী রাজনীতির কোনো মন্তব্যও করেননি বিচক্ষণ এই রাজনীতিবিদ। এদিন শুভেন্দু অধিকারী উপস্থিত হওয়ায় বজরংবলীর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গ্রামীণ ডাক্তারদের নিয়ে সম্মেলন মেদিনীপুরে । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ কয়েক’শো গ্রামীণ চিকিৎসককে নিয়ে দ্বারিবেড়া প্রগ্রেসিভ মেডিক্যাল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকেবার্ষিক সম্মেলনের আয়োজন করা হল। রবিবার পাঁশকুড়া প্রতাপপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত হয়ে সভাপতি চিকিৎসক অজিত সামন্ত বলেন, “গ্রামীণ চিকিৎসকরা অর্থের কথা চিন্তা না করে মানুষের সেবায় নিজেকে দিনরাত […]

Subscribe US Now

error: Content Protected