শিক্ষক নিয়োগের দাবিতে উতপ্ত ধর্মতলা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:3 Minute, 24 Second

শিক্ষক নিয়োগ নিয়ে উতপ্ত ধর্মতলা । গভর্ণমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্টের একটি বিভাগে স্থায়ী শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীরা ঠিকমতো আঁকা শিখতে পারছেন না এই অভিযোগেই আজ বৃহস্পতিবার ধর্মতলা চত্বরে ভারতীয় জাদুঘরের পাশেই দেড়শো বছরের প্রাচীন প্রতিষ্ঠান গভঃ আর্ট কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা । করোনা পরিস্থিতিতে কিছুটা স্থিরতা আসতেই রাজ্যে খুলতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি । আর তা খোলার সঙ্গে সঙ্গেই ছাত্রবিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল শিল্পকলার প্রতিষ্ঠানটি। রতন আচার্য। নামী চিত্রশিল্পী। ভারতীয় শিল্পকলার সাধক হিসেবে দেশজুড়ে তাঁর নাম। গভঃ আর্ট কলেজের ‘ইন্ডিয়ান পেন্টিং’ বিভাগের স্থায়ী শিক্ষক ছিলেন রতন আচার্য। তিনি সম্প্রতি অবসর নেওয়ায় এরপর আর কোনও স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়নি এই বিভাগে । আর সেই কারনে যথাযথ শিক্ষাগ্রহনের সুযোগ পাচ্ছেননা সেই বিভাগের ছাত্র-ছাত্রীরা । তাঁর জায়গায় নতুন কোনও শিক্ষক নিয়োগ করা হয়নি ‘ইন্ডিয়ান পেন্টিং’ বিভাগে। অথচ নতুন শিক্ষাবর্ষে পড়ুয়াদের ভরতি নিয়ে ক্লাস শুরু হয়েছে। তাই দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে আজ সরব হতে দেখা গেল তাঁদের । কলেজ ক্যাম্পাস তাঁদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে। আটকে পড়েন প্রিন্সিপাল-সহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষিকারা। দাবি একটাই, রতন আচার্যের জায়গায় স্থায়ীভাবে কোনও অধ্যাপক নিয়োগ করতে হবে দ্রুতই। বিক্ষোভের খবর পেয়ে স্বনামধন্য ব্যঙ্গচিত্রী উদয় দেব জানান, ”প্রত্যেক বিভাগের জন্যই স্পেশ্যালিস্ট থাকেন। তিনিই সবচেয়ে ভাল শেখাতে পারেন। কিন্তু করোনা কালে এতদিন ধরে স্কুল, কলেজ বন্ধ থাকায় এই দিকটা নিয়ে কারও ভাবার অবকাশ হয়নি। আর তাছাড়া ১৫০ বছরের পুরনো আর্ট কলেজ নিয়ে শিক্ষা দপ্তরেরও ভাবনাচিন্তা কম। তাই ছাত্র বিক্ষোভের ইস্যুটা খুবই যথাযথ বলে মনে করি।” এ নিয়ে তিনি ফেসবুকে পোস্টও করেছেন। তবে দিনভর এই অশান্তির পর বিক্ষোভকারীদের আবেদন মেনে আর্ট কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে বিকাশ ভবনের সঙ্গে কথা হয়েছে। দ্রুত ইন্ডিয়ান পেন্টিং বিভাগে শিক্ষক নিয়োগের ব্যবস্থা হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কালই জরুরি বৈঠকের ডাক মমতার । এম ভারত নিউজ

আগামীকাল শনিবারই বিশেষ দলীয় বৈঠকের ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিকেল ৫টায় কালিঘাটে এই বৈঠক ডাকা হয়েছে বলেই খবর । এই বৈঠকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়- সহ সমস্ত শীর্ষ নেতৃত্বকে বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কয়েকদিন আগেই তৈরি […]

You May Like

Subscribe US Now

error: Content Protected