জাপানের সভায় স্বামীজিকে স্মরণ মোদির । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 58 Second

জাপান সফরে স্বামীজীর শিকাগো সম্মেলনের কথাই মনে করিয়ে দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই জাপানি এক শিশুর সঙ্গে হিন্দিতে কথোপকথন সাড়া ফেলেছে সারা বিশ্বে । আর এবার ভারতীয় ভাষার পর ভারতীয় সংস্কৃতিকে আরও একবার আন্তর্জাতিক মঞ্চে মেলে ধরলেন প্রধানমন্ত্রী । চলছে’ কোয়াড সামিট ২০২২’ । আর সেই অনুষ্ঠানে জোগ দিতেই জাপানে মোদি । জাপানের মাটিতে তাঁকে সাদর অভ্যর্থনা জানানো হয় । আর আজ টোকিওয় প্রবাসী ভারতীয়দের সভায় জোগ দেন মোদি । সভায় প্রবাসী ভারতীয়দের উপস্থিতি ছিল চোখের পড়ার মতো । সেখানে সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভারতের গৌরব স্বামীজীকে স্মরণ করলেন তিনি । তিনি বলেন, স্বামীজি সর্ব সমক্ষে জাপানের জয়গান গেয়েছেন, সেখানকার মানুষ, পরিবেশ, তাঁদের দেশপ্রেম তাঁকে প্রভাবিত করে । এছাড়াও প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জাপানের ভাষা, পোশাক, সংস্কৃতি, খাবার, সবই প্রবাসীদের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে । এক দিক থেকে ভারত ও জাপান এখন স্বাভাবিক বন্ধুত্বের বন্ধনে জড়িত । ভারতের উন্নয়নের পথে জাপান এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে শুরু থেকেই । আজকের এই সভায় ভারতীয় আদর্শ, দর্শন, নীতি এবং যে মহাপুরুষদের আমরা ভারতীয়রা পাথেয় করে এগিয়ে চলি তাঁদের কথা বার বার প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে এসছে । স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ ছাড়াও এদিন মোদি গৌতম বুদ্ধের কথাও বলেন । তিনি বলেন, গোটা পৃথিবী আজ যে সংকটের মধ্যে দিয়ে চলেছে, হতে পারে সেটা সন্ত্রাসবাদ, নৈরাজ্য, হিংসা বা জলবায়ু পরিবর্তন, সব কিছুর সঙ্গেই আমাদের লড়তে সাহায্য করতে পারে গৌতম বুদ্ধের নীতি-আদর্শ । অন্যদিকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে বৈঠক করেন মোদি । আন্তর্জাতিক সম্পর্ক থেকে সামরিক ক্ষেত্রের নানা বিষয় বার বার এই সফরে তাঁর আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যে ফের বন্ধ রেল চলাচল ? জানুন বিস্তারিত । এম ভারত নিউজ

কয়েকদিন আগেই ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগের মুখোমুখি হতে হয়েছে রাজ্যবাসীকে । এবার সেই একই সমস্যার সম্মুখীন হতে হবে আবার । তবে এবার আর একদিন নয় টানা চারদিন দুই বঙ্গের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকছে । উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকছে আগামী ২৭ থেকে ৩০ মে পর্যন্ত । যার জেরে […]

Subscribe US Now

error: Content Protected