Read Time:1 Minute, 4 Second

ফের উত্তপ্ত নন্দীগ্রাম। রবিবার রাতে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে সোমবার টেঙ্গুয়াতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা।

রবিবার রাতে নন্দীগ্রাম মহম্মদপুরে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। আরও অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই হামেশাই উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রামের বিভিন্ন এলাকা। তাতেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বা মূল অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করেনি। এদিন তারও প্রতিবাদ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।ঘটনাস্থলে যায় নন্দীগ্রাম থানার পুলিশ।