নদী সভ্যতা বাঁচানোর তাগিদে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার একাধিক সংগঠনের উদ্যোগে বাইক মিছিল করা হল। সোমবার কেলেঘাই নদীর ওপর দেহাটি সেতু থেকে একটি বাইক মিছিল বের হয়। যেখানে অংশ নেয় ৭০ জন বাইক আরোহী। এদিন বাইক আরোহীদের গলায় ঝোলানো ছিল “নদী বাঁচাও, সভ্যতা বাঁচাও” শ্লোগান লেখা ব্যানার। দীর্ঘ ৬৫ কিলোমিটার রাস্তায় বাইক মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সচেতনার বার্তা তুলে ধরা হয়।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে কেলেঘাই নদী ও বাগুই খাল সংলগ্ন এলাকায় কোথাও কোথাও নদীর গতিপথে বাধা তৈরি করে সেচ দফতরের জায়গায় বাঁধ দিয়ে বেআইনি ভাবে মাছের ভেড়ি তৈরির অভিযোগ উঠছে। এরফলে যেমন চাষযোগ্য জমির বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে। তেমন নদীর গতিপথে বাধা তৈরি হওয়ায় কৃষি জমিতে জমা জলের আশঙ্কা তৈরি হচ্ছে। একইসঙ্গে ভেড়িতে রাসায়নিক প্রয়োগে জলাভূমির কীটপতঙ্গ ধ্বংস হচ্ছে।
এসবের প্রতিবাদে একাধিক পরিবেশপ্রেমী সংগঠনের উদ্যোগে বাইক মিছিলের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সহ-সম্পাদক ঝর্ণা আচার্য, মেদিনীপুর ছাত্রসমাজের কৃষ্ণগোপাল চক্রবর্তী, কৌশিক কঁচ, পটাশপুর১ জীববৈচিত্র ব্যবস্থাপনা সমিতির চেয়ারম্যান সোমনাথ দাস অধিকারী সহ প্রমুখ।