0
0
Read Time:1 Minute, 29 Second
দ্বিতীয় পর্বের কোভিড ১৯ টিকাকরণ কর্মসূচি শুরু হল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পাইকপাড়া গ্রামীণ হাসপাতালে।সোমবার স্বাস্থ্যকর্মী থেকে প্রশাসনিক আধিকারিকেরা যারা করোনা মোকাবিলায় কোভিড যোদ্ধা হিসেবে কাজ করেছেন তাদেরকে টিকা দেওয়া হল। এদিন স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে আইসিডিএস কর্মী, এবং একাধিক প্রশাসনিক আধিকারিকদের টিকাকরণ করা হয়।
এদিন দ্বিতীয় পর্বের টিকাকরণ কর্মসূচিতে টিকা নিতে দেখা যায় কোলাঘাটের বিডিও মদন মণ্ডল ও কোলাঘাট ব্লক কর্মদক্ষ গৌর মালিককে। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন কোলাঘাট বিডিও। এদিন বক্তব্য রাখতে গিয়ে এক আইসিডিএস কর্মী জানান, প্রথম প্রথম ভয় লাগলে অবশেষে বুঝলাম এটাতে কোন ভয়ের কারণ নেই এটা আমাদের সুবিধার জন্যই। এদিন বিডিও জানান, ধীরে ধীরে সমস্ত মানুষকেই টিকা দেওয়া হবে। তিনিও ভয়ের কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেন।