লক্ষ্য উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন, আর সেই উদ্দেশ্যেই আজই উত্তরপ্রদেশ যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা যোগী আদিত্যনাথের অন্যতম প্রিয় গোরক্ষপুরে উপস্থিত হবেন তিনি। সেখানে ৩টি নয়া প্রকল্পের উদ্বোধন করছেন তিনি। জানা যাচ্ছে এইমসের নয়া ভবন এবং একটি সার উৎপাদক কোম্পানি উদ্বোধন হতে চলেছে উত্তরপ্রদেশে।
পাখির চোখ লোকসভা নির্বাচন ২০২৪। তবে তার আগেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এগোচ্ছে গেরুয়া শিবির। জানা যাচ্ছে উত্তরপ্রদেশে গোরক্ষপুরে আইসিএমআরের আঞ্চলিক মেডিকেল রিসার্চ সেন্টার উদ্বোধন করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী। যদিও ইতিমধ্যে গতকাল সন্ধে বেলায় সেখানে উপস্থিত হয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। মূলত শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। ৯হাজার ৬০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন দেশের প্রধানমন্ত্রী। তার মধ্যে রয়েছে হিন্দুস্তান উরভারক রসায়ন লিমিটেডের নবনির্মিত প্লান্ট, এছাড়াও এইমসের নতুন ভবন এবং আই সি এম আরের আঞ্চলিক ইউনিট। সার তৈরীর কারখানার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে আদিত্যনাথ জানান, এই প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা উত্তর প্রদেশ।