ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা প্রসঙ্গে আগেই চরমে পৌঁছেছে কেন্দ্র-রাজ্য সংঘাত। এবার রাজ্যের ওপর চাপ বাড়াতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল রাজ্য বিজেপি। আগামী নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আর্জি নিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশন দফতরে যান সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রাজ্যের আইনশৃঙ্খলা বিপর্যস্ত উল্লেখ করে এদিন রাজ্য বিজেপির পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে দাবিপত্র তুলে দেওয়া হয়েছে। এদিন লকেট চট্টোপাধ্যায়, সব্যসাচী দত্ত, শিশির বাজোরিয়ারা যান নির্বাচন কমিশনে।
রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ দীর্ঘদিন ধরেই তুলছে বিজেপি। শাসক দলের হয়ে পুলিশ কাজ করছে বলেও দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে বিজেপি। নির্বাচনের হাওয়া পালে লাগতেই সেই অভিযোগ আরও জোরালো হল।
সরকারি ভাবে কমিশনে সেই নালিশ ঠুকে এল বিজেপি।
দাবিপত্রের সঙ্গে একটি ভিডিয়ো ক্লিপও জমা দিয়েছে বিজেপি। তাদের দাবি, ওই ভিডিয়োতে নবান্নে রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের একটি বৈঠকে সংগঠনের নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী করবেন বলে আশ্বস্ত করছেন। এ ছাড়া ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রেও এই ফেডারেশনের কর্মীরা পক্ষপাতিত্ব করবেন বলে কমিশনে অভিযোগ করা হয়েছে।