ভারতের সমগ্র জাতির উদ্দেশ্যে কাজ করেছেন এমন ব্যক্তিরাই পদ্ম পুরস্কারের জন্য যোগ্য উত্তরাধিকার বিবেচিত হন । তবে দীর্ঘদিন জাতির মঙ্গলে কাজ করেও প্রচারের আলোক বিন্দুতে পৌঁছতে পারেন না অনেকেই। তাই এবার সেই সকল যোগ্য পদ্ম পুরস্কার অধিকারী এবং অধিকারিণীদের খুঁজে বের করার দায়িত্ব ও দেশবাসীর হাতে তুলে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত দেশব্যাপী জাতির কল্যাণে যারা নিরন্তর কাজ করে চলেছেন তাঁদের এই প্রয়াস যাতে বিফলে না যায়, সেদিকে নজর দিতেই এই সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী। আজকে নিজের টুইটের মাধ্যমে এই বার্তায় দিয়েছেন তিনি।
পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কার গুলির জন্য পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের খুঁজে নেওয়ার দায়িত্ব জনসাধারণের ওপর দিয়ে, টুইট করে তিনি লেখেন, “ভারতে এরকম অনেকে রয়েছেন যাঁরা তৃণমূল স্তরে ব্যতিক্রমী কাজ করে যাচ্ছেন। আমরা তাঁদের সম্পর্কে বেশি জানি না। আপনি কি তাঁদের চেনেন? পদ্ম পুরস্কারের জন্য তাঁদের আপনি মনোনীত করতে পারেন। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ থাকছে।” মূলত নিজের এলাকার পার্শ্ববর্তী স্থানে যদি এমন কোন ব্যক্তি থেকে থাকেন, যিনি দেশ এবং দশের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছেন । তাহলে তাঁর নাম পদ্ম পুরস্কারের জন্য মনোনীত করা যেতে পারে।
padmaawards.gov.in -এই ওয়েবসাইটের মাধ্যমে এই নাম জমা দেওয়া যেতে পারে। প্রক্রিয়া টি হল, প্রথমে padmaawards.gov.in ওয়েবসাইটে গিয়ে নমিনেট ইওর হিরোজ ফর #PeoplePadma 2022-এ ক্লিক করুন। সেখানে ইমেল-আই ডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার পছন্দের ব্যক্তিকে মনোনীত করতে পারবেন। যদি অ্যাকাউন্ট না থাকে, ইমেইল আইডি এবং আধার কার্ডের সহযোগিতা নিউ একাউন্ট তৈরী করে পরবর্তী পদ্ধতি অবলম্বন করতে পারেন।