ডিএ নিয়ে ধর্মঘট, কেমন প্রভাব রাজ্যে? এম ভারত নিউজ

Mbharatuser

আপাতত স্কুলের উপস্থিতিতে প্রভাব পড়েনি। সরকারি প্রাথমিক স্কুলেও শিক্ষকরা এসেছেন

0 0
Read Time:4 Minute, 27 Second

বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। শহর থেকে জেলা জুড়ে ধর্মঘটের আঁচ। স্কুলে স্কুলে কর্মবিরতি শিক্ষকদের। ফেরিঘাটেও ধর্মঘটের প্রভাব। জরুরি পরিষেবা ছাড়া সরকারি কর্মচারীরা কোন কাজ করবেন না, জানিয়েছে যৌথ মঞ্চ। ধর্মঘট সফল করতে নাছোড়বান্দা সরকারি কর্মীরা। এদিন ধর্মঘট রুখতে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকারও। অনুপস্থিত থাকলে কর্মজীবনে ছেদ পড়বে। ধর্মঘটের মিশ্র প্রভাব শহর কলকাতায়। এদিন সকাল দশটা থেকে সরকারি দফতরে কাজ শুরু হওয়ার পর নবান্নে অন্তত কর্মীদের প্রবেশের লম্বা লাইন চোখে পড়েছে৷ রাজ্য প্রশাসন সূত্রে খবর, ধর্মঘটের ডাক দেওয়া হলেও এদিন নবান্নে কর্মীদের উপস্থিতির হার রয়েছে ৯০ শতাংশের বেশি৷ নবান্নে আজ আইডি কার্ড ছাড়া কোনও সরকারি কর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না৷ আপাতত স্কুলের উপস্থিতিতে প্রভাব পড়েনি। সরকারি প্রাথমিক স্কুলেও শিক্ষকরা এসেছেন।

তবে নবান্নে কর্মীদের উপস্থিতির হার ভাল হলেও জেলায় জেলায় ছবিটা অন্যরকম ছিল৷ বিধাননগরেও ময়ুখ ভবনে বিভিন্ন সরকারি দফতর এ দিন অন্যান্য দিনের তুলনায় অনেকটাই ফাঁকা ছিল৷ বিকাশ ভবনেও বিভিন্ন সরকারি দফতরে চুক্তি ভিত্তিক কর্মীদেরই সংখ্যা ছিল বেশি৷ কলকাতা বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন বিভাগ বন্ধ ছিল৷ মালদহ, ঝাড়গ্রামের মতো বিভিন্ন জেলায় অফিস টাইম শুরু হওয়ার পরেও রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্কুল শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মচারীরা৷

সরকারি বাস ডিপোতেও ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা গিয়েছে।ধর্মঘটকে প্রতিহত করতে হাওড়ায় পুলিশি প্রস্তুতি জোরকদমে। সকাল থেকেই ব্যারিকেড করে রাখা হয় গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নজরদারি চালান হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আলিপুর সরকারি দফতরের সামনে ধর্মঘটের পক্ষে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে সরকারি কর্মচারীদের অনুরোধ করা হচ্ছে কাজে যোগদান না করতে কর্ম বিরতি বজায় রাখতে।

এদিকে, সরকারি কর্মীদের ধর্মঘট ছাড়াও রাজ্যজুড়ে আট হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এ দিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র সংগঠন ডিএসও৷ সকাল থেকেই মেদিনীপুর কলেজ গেটের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন পড়েন কর্মী সমর্থকরা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, কোচবিহারের মতো বিভিন্ন জেলায় একাধিক স্কুল নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও খোলেনি বলে অভিযোগ৷

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের ১১ দিনের ইডি হেফাজত, বহাল তবিয়তে কেষ্ট। এম ভারত নিউজ

ইডির তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, এ বার বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে সেই সব প্রশ্ন আবার করা হবে

You May Like

Subscribe US Now

error: Content Protected