কয়লা কাণ্ডে নতুন মোড়, স্বস্তিতে লালা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 16 Second

অবশেষে খানিক স্বস্তি মিলল কয়লা পাচার কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার। আগামী ২৭শে এপ্রিল অবধি সিবিআই গ্রেপ্তার করতে পারবেনা তাঁকে এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবারই শেষ হত লালার আইনি রক্ষাকবচ। তার আগেই নববর্ষে সুপ্রিমকোর্টের এই রায়ে মিলল স্বস্তি। কয়লাকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার সম্পত্তি আগেই বাজেয়াপ্ত করেছে ই.ডি। এর আগে লালাকে ৬ এপ্রিল পর্যন্ত গ্রেফতারে নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট। পরে সেই সময়সীমা বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। ফলে বৃহস্পতিবার লালা সিবিআইয়ের মুখোমুখি হলেও তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়ার অনুমতি ছিল না কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে।
কিন্তু বর্তমানে লালাকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে সিবিআই, এমনটাই জানা যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে।

সিবিআই সূত্রে খবর অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন লালা, তাই লালাকে হেফাজতে নিয়ে অভিযোগের একেবারে গোড়া অব্দি পৌঁছতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কয়লা পাচার কান্ডের শিকড় অনেক গভীরে ছড়িয়ে রয়েছে বলে আগেই জানিয়েছিল সিবিআই। তদন্তের গভীরে গিয়ে জট খুলতে গিয়ে যাদের নাম সামনে আসছে তাদের একটি তালিকা প্রস্তুত করে জেরা চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। পুলিশ ও প্রশাসনের একাংশ জড়িত এই ঘটনার সাথে বর্তমানে এমনটাই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নববর্ষে মাতল গুগুলও, রঙিন ডুডুল পোস্ট করে শুভেচ্ছা । এম ভারত নিউজ

পয়লা বৈশাখ। বাঙালির বড় কাছের, বড় নিজের একটা দিন। পুরোনোর সব গ্লানিকে মুছে ফেলে নতুনে পদার্পণ নববর্ষের পূণ্যলগ্নে। পয়লা বৈশাখ হল বাংলা নববর্ষ। বাংলা ক্যালেন্ডার মতে নববর্ষ হয় ইংরেজি এপ্রিল মাসের ১৫ তারিখে। প্রতিবছর এই দিনটাই দুই বাংলার বাঙালিরা ভেসে পড়েন আনন্দের ভেলায়। সাথে জমিয়ে খাওয়া দাওয়া, আড্ডা, শুভেচ্ছা বিনিময় […]

Subscribe US Now

error: Content Protected