নাইট কারফিউ জারি পাঞ্জাবে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 11 Second

করোনার কবলে গোটা বিশ্ব। রাজ্যে করোনা সংক্রমনের গ্রাফ ক্রমশই ঊর্ধ্বগামী।মহারাষ্ট্র ও দিল্লির পর এবার পঞ্জাব। করোনা সংক্রমণ এড়াতে এবার পদক্ষেপ নিল দেশের এই রাজ্যেও। মহারাষ্ট্রের মতোই এই রাজ্যেও করোনার গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। তাই সংক্রমণ এড়াতে পঞ্জাবে জারি হল একাধিক নির্দেশিকা।পাশাপাশি গোটা রাজ্যে নাইট কার্ফুও জারি হয়েছে। অন্যান্য রাজ্যের মতো এখানেও রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত চলবে এই নাইট কার্ফু। পঞ্জাব সরকারের তরফে এই কথা জানানো হয়েছে। পাশাপাশি জারি করা হয়েছে নির্দেশিকা, সেগুলি নিন্মরূপ __

১/ ঘরোয়া কোনও অনুষ্ঠানে মাত্র ৫০ জন যোগ দিতে পারবেন

২/ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও খেলাধূলা সংক্রান্ত জমায়েত এড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।

৩/অনুষ্ঠান বাইরে হলে যোগ দিত পারবেন ১০০ জন।

৪/শেষকৃত্য, বিবাহ ও অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রেও জারি হয়েছে নির্দেশিকা।

৫/ সরকারি সমস্ত অফিসে মাস্ক বাধ্যতামূলক করেছে পঞ্জাব।

৬/ ১০ জনের বেশি ঢুকতে দেওয়া হবে না শপিং মলের কোনও দোকানে ।
রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, “রাজ্যে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়া অত্যন্ত উদ্বেগের। পঞ্জাবে প্রায় ৮৫ শতাংশ করোনার ব্রিটেনের স্ট্রেন। এটি অত্যন্ত চিন্তার বিষয়। কারণ এই স্ট্রেন অনেক বেশি সংক্রামক এবং মারাত্মক।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অ্যাস্ট্রোজেনেকার টিকা নিয়ে ব্রিটেনে মৃত ৭ । এম ভারত নিউজ

সারা বিশ্বে কোভিড সংক্রমণের মাত্রা হু হু করে বাড়ছে, ঊর্দ্ধমুখী কোভিড গ্রাফ|ইউরোপের বেশ কয়েকটি দেশ অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকার ব্যবহার বন্ধ করে দিয়েছে।অভিযোগ উঠেছে, এই টিকা ব্যবহার করার পরেই নাকি অনেকের মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দিচ্ছে। ইতিমধ্যেই ব্রিটেনের স্বাস্থ্য দপ্তর এমএইচআরএ-র তরফ থেকে জানানো হয়েছে যে , […]

Subscribe US Now

error: Content Protected