হাতে মাত্র ৫ দিন ! শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক ২০২১। আর তার আগেই এবার টোকিওতে পৌঁছল ভারতীয় খেলোয়াড়দের প্রথম দলটি । জানা যাচ্ছে নিজেদের প্রতি উচ্চতর ভরসা এবং লক্ষ্য পূরণের জন্য পুরোপুরি মনোনিবেশ করা অনুশীলন নিয়েই এবার ৮৮ জনের এই শক্তিশালী দলটি ইতিমধ্যেই টোকিওতে পৌঁছেছে। আগামী ২৩ শে জুলাই থেকে শুরু হতে চলেছে এই অলিম্পিক । করোনা আবহের কারণে ২০২০-এর পরিবর্তে ২০২১ এ শুরু হচ্ছে এই টোকিও অলিম্পিক।
ইতিমধ্যেই অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে তীরন্দাজ, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হকি, জুডো, জিমন্যাস্টিকস, সাঁতার এবং ওয়েটলিফ্টিংয়ের আটটি শাখার আধিকারিকরা নয়াদিল্লি থেকে চার্টার্ড এয়ার ইন্ডিয়ার একটি বিমানে জাপানের রাজধানীতে অবতরণ করেছেন। জানা যাচ্ছে ৮৮ জনের এই দলের মধ্যে ৫৪ জন খেলোয়াড় এবং বাকিরা সাপোর্ট স্ক্রু হিসেবে গেছেন। জাপানের রাজধানীর বিমানবন্দরে ভারতীয় খেলোয়াড়দের সাদর সম্ভাষণ জানানো হয়েছে। ইতিমধ্যেই ভারতের ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর সকলকে অনেক শুভকামনা জানিয়েছেন।