ভোট-পরবর্তী প্রতিহিংসায় এবার ভাঙচুর সল্টলেকে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 11 Second

ভোট পরবর্তী হিংসা অব্যাহত সল্টলেকে। বিজেপি কর্মীদের বাড়ি এবং বাইক ভাঙচুরের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাজ্য বিধানসভা নির্বাচন ২০২১ এর ফল প্রকাশ হয়েছে। ইতিমধ্যে জানতে পারা গেছে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে সরকার গড়তে চলেছেন, তৃণমূল কংগ্রেস। তবে বর্তমানে ভোট-পরবর্তী পরিস্থিতিতে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে । এরকমই একটি ঘটনার নজির রাখল সল্টলেকের দত্তাবাদ। জানা যাচ্ছে নির্বাচনী ফল প্রকাশ হতেই উত্তেজনা তৈরী হয় এই এলাকায়। আজ কালে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজেপি কর্মীদের। ভাঙচুর চালানো হয় বিজেপি কর্মীর বাড়ি ও গাড়ি।

এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানতে পারে গেছে ঘটনাস্থলে উপস্থিত থাকায় প্রথমে তাঁকে এসে মারধর করা হয় এবং তাঁর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ করলেন সল্টলেকের এক বাসিন্দা ।তৃণমূল প্রার্থী সুজিত বসু জিতে যাওয়ার পরই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্তের অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ নজরদারি চালাচ্ছে। এই ঘটনার পর থেকে এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়েছে এবং চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্য দিয়ে সাধারন মানুষ বেশ আতঙ্কের সাথে সময় কাটাচ্ছেন বলে জানা যাচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফল প্রকাশের পরই তান্ডব জেলায় জেলায়, কাঠগড়ায় তৃণমূল । এম ভারত নিউজ

কালই প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল। মানুষের বিধানে বিপুল সংখ্যক আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কাল বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক হিংসা। হামলা চালানো হয়েছে একাধিক জেলার একাধিক জায়গায়। এই হামলায় এখনো পর্যন্ত নিহত ২ বিজেপি কর্মী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই উঠে এসেছে […]

Subscribe US Now

error: Content Protected