মাস্ক ছাড়াই রাস্তায়, জরিমানা ব্রাজিলের প্রেসিডেন্টকে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 1 Second

মাস্ক ছাড়া বেরিয়ে পড়েছিলেন রাস্তায়। এই অপরাধে এবার কড়কড়ে ১০০ ডলার জরিমানা দিতে হল ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে। ব্রাজিলের সাও পাওলোয় অনুষ্ঠিত ‘অ্যাক্সিলেরেট ফর ক্রাইস্ট’ নামক র‍্যালিতে অংশ নিয়েছিল প্রায় কয়েক হাজার বাইক। এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন খোদ প্রেসিডেন্টই। তবে এতকিছুর মধ্যে তাঁর অপরাধ ছিল মাস্ক না পরেই বেরিয়ে পড়েছিলেন তিনি। যদিও হেলমেট পরে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। মাস্ক না পরে ফলতঃই দেশের করোনা বিধি ভাঙেন তিনি। সেই কারনেই রেয়াত করা হয়নি দেশের প্রেসিডেন্টকেও। ২০২২ সালেই নির্বাচন ব্রাজিলে। তাই এখন থেকেই জনসংযোগ তৈরি করতে মাঠে নেমেছেন জাইর বলসোনারো। কিন্তু অন্যদিকে ব্রাজিলের গভর্ণর জাওয়াও দোরিয়া আবার বলসোনারোর রাজনৈতিক প্রতিপক্ষ। সেই কারণেই এহেন মোক্ষম সুযোগ হাতছাড়া করেননি দোবিয়া। বলসোনারোকে বিনা মাস্কে দেখে তৎক্ষনাৎ জরিমানা করা হয় তাঁর। প্রসঙ্গত, এর আগেও করোনা বিধি না মেনে জরিমানা হয়েছে ব্রাজিলিও প্রেসিডেন্টের। কিন্তু তারপরও একাধিকবার একই ‘ভুল’ করতে দেখা গেছে তাঁকে। দেশজোড়া করোনা পরিস্থিতিতে তাঁর এই ‘ভুল’ নির্বাচনে ঠিক কতখানি প্রভাব ফেলতে পারে সেই হিসেবই এই মুহুর্তে কষছেন বিশেষজ্ঞরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সুশান্তের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। একবছর পরও চোখ ভিজল দেশবাসীর। এম ভারত নিউজ

৩৬৫ দিন আগের কথা। আজকের দিনেই গতবছর চিরতরে তারাদের দেশে চলে গেছিলেন সুশান্ত সিং রাজপুত। একরাশ অভিমান নিয়েই কি? মাঝখানে একটা বছর কাটলেও আজও অমীমাংসিত তাঁর মৃত্যু রহস্য। আজও জানা যায়নি তাঁর এই চলে যাওয়াটা নিছকই আত্মহত্যা নাকি গভীরতম কোনো ষড়যন্ত্রের কাছে হার মানতে বাধ্য হয়েছিলেন অতি মেধাবী এই অভিনেতা? […]

Subscribe US Now

error: Content Protected