ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ঊর্ধ্বগামী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 15 Second

দেশে করোনা সংক্রমণ নিম্নগামী হলেও বাড়ছে মৃতের সংখ্যা। দ্বিতীয় ঢেউয়ের রেস কাটতে না কাটতেই ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে করোনার তৃতীয় ঢেউ। আর এই পরিস্থিতিতে সংক্রমনের দিক থেকে বেশ কিছুটা স্বস্তি এনে কপালে চিন্তার ভাঁজ ফেলছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ২০ জনের।যদিও সোমবারে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়ছিল ৭২৪ জনের। সেখানে রবিবারের মৃতের সংখ্যা ছিল ৮৯৫, শনিবারে ১ হাজার ২০৬। গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণের মাত্রা কম হলেও মৃত্যুর পরিসংখ্যান ২০০০ পার করল আজ।

স্বাস্থ্য দপ্তরে তরফে প্রকাশকরা বুলেটিন অনুসারে জানতে পারে গেছে, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৭৮৪ জনের। ওদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৭ জন। এখনও পর্যন্ত গোটা দেশে মোট করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩ কোটি ৬৩ হাজার ৭২০ জন। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ৭৭৮। জানা যাচ্ছে যা গত ১০৯ দিনের সংক্রমনের মধ্যে সর্বনিম্ন ।রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ১৪ হাজার ৫৩১। কমেছে মৃত্যুর সংখ্যাও। একই সময়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছে এক হাজার ২৪৪ জন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আসামের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সেনা কমান্ডার । এম ভারত নিউজ

আন্তর্জাতিক বহিঃশক্তির কাছে বারংবার ভারতের সামরিক শক্তির বিষয়ে তেজালো বক্তব্য দিয়েছেন রাজনাথ সিং। আর এবার সেই সামরিক শক্তির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতেই গজরাজ কর্পসে পৌঁছলেন পূর্ব সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে । জানা যায় সোমবার গজরাজ কর্পসের সদর দফতর পরিদর্শন করেছেন তিনি।অপারেশনিং সক্ষমতা বাড়াতে পরিচালিত পরিস্থিতি এবং বিভিন্ন প্রশিক্ষণ […]
news_129

Subscribe US Now

error: Content Protected