চালকের তৎপরতায় রক্ষা পেল যাত্রীরা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 57 Second

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আমতাগামী হাওড়া লোকাল। বুধবার ৪.৪০ মিনিটে হাওড়া স্টেশন থেকে আমতার উদ্দেশে রওনা দেয় একটি লোকাল ট্রেন। ট্রেনটি বড়গাছিয়া স্টেশন পৌঁছতেই মৃদু ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে যায়। দেখা যায় রেলের ট্রাকের পাত কেটে গিয়েছে। ট্রেনটির গতি কম থাকায় ও চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়।

যাত্রীদের অভিযোগ, দু’মাস আগেও এমন ঘটনা ঘটেছে পাতিহালের কাছে। তবুও রেলের হুঁশ ফেরেনি। দিনের পর দিন কোনোরকম নজরদারি ছাড়াই ট্রেন চলছে। যার ফলে একপ্রকার প্রাণ হাতে নিয়েই যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। অন্যদিকে, রেলের তরফে তদন্তের শুরুর পাশাপাশি লাইনের কাটা অংশ দেখে অন্তর্ঘাতের তথ্য উড়িয়ে দিচ্ছে না রেল পুলিশ।

এদিকে, ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় আমতা-হাওড়া লাইনের ট্রেন পরিষেবা। ভোগান্তিতে পড়েন অফিস ফেরত নিত্যযাত্রী থেকে টিউশন ফেরত বহু ছাত্রছাত্রী ও নিত্যযাত্রীরা। হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও গত দু’মাসে একাধিক বার বড়সড় দুর্ঘটনা ঘটায় রেলের উদাসীনতাকে দায়ী করছে নিত্যযাত্রীরা। অবিলম্বে নজরদারির ও রক্ষণাবেক্ষণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এমন ব্যাট করব বাউন্ডারি দিয়ে ছাদ ফেটে যাবে : অনুব্রত । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ ব্যাটটা আমরা ভালোই খেলতে জানি। ব্যাটে করে বলটা এমন মারব যে বাউন্ডারি দিয়ে ছাদ ফুটো হয়ে যাবে। বুধবার খয়রাশোলে এভাষাতেই বিজেপিকে আক্রমণ শানালেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন পাঁচড়াহাটে এক বিশাল মহিলা সভা সমাবেশের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল সহ জেলা পরিষদের […]

Subscribe US Now

error: Content Protected