0
0
Read Time:1 Minute, 21 Second
গত শনিবার দু’দিনের সফরে কলকাতায় আসেন আরএসএস প্রধান মোহন ভাগবত । রবিবার শিল্পী তেজেন্দ্রনারায়ণ মজুমদারের সঙ্গে তাঁর বাড়িতে সাক্ষাত করেন তিনি । সেখানে প্রায় ২ ঘন্টা সময় কাটান তিনি । এরপর রবিবারই তাঁর সঙ্গে দেখা করেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপারজিত মুখোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় নপারজিতবাবুর বাড়ি যাওয়ার কথা ছিল মোহনজির কিন্তু বিষয়টি প্রায় ঘুরে গেল । দেখা গেল উল্টে কলকাতার দলীয় দফতর কেশব ভবনে আরএসএস প্রধানের কাছে নিজেই হাজির হলেন প্রাক্তন ডিজি । বেশ কয়েকটি ফাইল নিয়ে তাঁকে সেখানে প্রবেশ করতে দেখা যায় । কমপক্ষে ১ ঘন্টা কথোপকথন চললেও ঠিক কি বিষয়ে কথা হয়েছে সেই নিয়ে কিছু জানা যায়নি । যদিও আরএসএসের তরফে এটিকে সৌজন্যমূলক সাক্ষাত বলে ব্যাখ্যা করা হয়েছে । এরপর বিধানসভা নির্বাচনের আগে ফের কলকাতায় আসতে পারেন আরএসএস প্রধান ।