সংসদে পাশ হয়ে গেল মন্ত্রী-সাংসদদের বেতন, ভাতা ও পেনশন কমানো সংক্রান্ত বিল। পাশ হয়েছে সাংসদদের এলাকা উন্নয়ন তহবিল টাকা দু’বছর বন্ধ করার বিলও। লোকসভায় পাশ হওয়ার পর শুক্রবার এই সংক্রান্ত দু’টি বিলই রাজ্যসভায় পাশ হয়ে যায়। তবে সাংসদ তহবিলের অর্থ ফের চালুর দাবিতে এদিন উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। এদিন সাংসদদের বেতন, অনুদান ও পেনশন সংক্রান্ত সংশোধনী বিল রাজ্যসভায় পেশ করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি পেশ করেন এই সংক্রান্ত মন্ত্রীদের বিল। নিজের সাংসদ ক্ষেত্রের স্থানীয় চাহিদা অনুযায়ী এই টাকা থেকে উন্নয়নের কাজকর্ম করেন সাংসদরা। এক্কেবারে নিচুতলার মানুষের সঙ্গে জড়িত এই টাকা বন্ধ করা হবে কেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। এপ্রসঙ্গে রাজ্যসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদ বলেন, সাংসদদের বেতন ও ভাতা ছাঁটাইয়ের সিদ্ধান্তে সহমত হওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়, বিশেষ করে অধিকাংশ সাংসদেরই যেখানে আয়ের অন্য উৎস নেই। তবে সংসদ তহবিলের অর্থ আসলে জনগণের অর্থ বলে মন্তব্য করে আজাদ। এদিন একই আবেদন জানিয়েছেন সিপিএম সাংসদ কে সোমপ্রসাদ, বিজেডি সাংসদ প্রসন্ন আচার্য এবং সমাজবাদী পার্টির সাসংদ বিশ্বম্ভর প্রসাদ নিষাদও।
