লক্ষ্য বঙ্গে পদ্ম ফোটানো। সেই মত নানান কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। তারই অঙ্গ বিজেপির ‘চায়ে পে চর্চা’ কর্মসূচি। বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী পটাশপুরে চা চক্রে যোগ দেন।
এদিন সকালে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন অনুপ চক্রবর্তী। তাঁদের অভাব অভিযোগের কথা মন দিয়ে শুনে তা সমাধানের আশ্বাস দেন তিনি। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, জেলার সাধারণ সম্পাদক সুদাম পন্ডিত, পটাশপুর বিধানসভার কনভেনার মিঠু পন্ডা সহ অন্যান্য নেতারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক সংঘর্ষে শিরোনামে থাকা পটাশপুর প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল বসিরহাট থেকে বহিরাগতদের নিয়ে এসে এখানে সন্ত্রাস সৃষ্টি করেছে। শাসকদল এখানে বন্দুক বোমার শিল্প গড়ে তুলেছে। তবে তাদের চালাকি মানুষ বুঝে গেছে, তাই মে মাসের পরে মানুষ তৃণমূল দলটাকে ভুলে যাবে।