গতবছর মে মাস থেকেই লাদাখ সীমান্তে আবহাওয়া গরম। এই তীব্র ঠান্ডার মধ্যেও লাদাখ সীমান্ত আগলে রয়েছে ভারতীয় সেনা । ভারতীয় কমেন্ডর দের উদ্দেশ্যে তিব্বতের ইতিহাস, সংস্কৃতি এবং ভাষা শেখার প্রস্তাব দেওয়া হয়েছে। লাল বাহিনীর অগ্রাসন নিয়ন্ত্রন করার উদ্দেশ্যে এইরুপ সিদ্ধান্ত।
তিব্বতীয় ইতিহাস এবং ভাষা শেখার বিষয়টি অক্টোবর মাসে সেনা কমান্ডারদের সম্মেলনে প্রথম শুরু করা হয়েছিল৷ বিশেষজ্ঞদের মতে LAC তে চৈনিক শক্তির প্রভাবকে প্রতিহত করতেই এমত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনা কমান্ডারদের সম্মেলনের পর সেনা প্রধান জেনারেল এমএম নারাভানের নির্দেশে ফের বিষয়টি খতিয়ে দেখা হয়৷
ট্রেনিং কমান্ড অনুমোদিত সাতটি প্রতিষ্ঠানে টিবেটোলজির কোর্স করানো হয়, সেনা অফিসাররা তাদের দায়িত্বে থাকাকালিন স্টাডি লিভ নিয়ে সেনা অফিসাররা এই কোর্স সম্পন্ন করতে পারেন৷ একজন সিনিয়র সেনা অফিসার এর মতে, ভারতীয় সেনারা পাকিস্তান সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহাল সেক্ষেত্রে এবং পার্শ্ববর্তী সীমান্তরেখা দেশগুলির ব্যাপারেও তাঁদের ওয়াকিবহাল থাকা উচিত।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ, বারাণসীর সেন্ট্রাল ইনস্টিটিউট ফর হায়ার টিবেটান স্টাডিজ, বিহারের নবনালন্দা মহাবিহার, পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বেঙ্গালুরুর দলাই লামা ইনস্টিটিউট ফর হায়ার এডুকেশন, গ্যাংটকের নামগয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজি এবং অরুণাচল প্রদেশের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হিমালয়ান কালচার স্টাডিজ ইত্যাদি সেন্টার গুলিতে উল্লেখ্য কোর্সটি করানো হয়ে থাকে ।