রাজ্যে বাড়ল কার্যত লকডাউন, কী কী পরিষেবা চালু থাকছে জেনে নিন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 22 Second

রাজ্যে বেশ কিছুটা লাগাম টানা সম্ভব হয়েছে করোনা পরিস্থিতিতে। কিন্তু এখনই সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করতে রাজি নয় সরকার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ১ জুলাই পর্যন্ত রাজ্যে জারি থাকবে কার্যত লকডাউন। এদিন নবান্নে বৈঠকের পর এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, কিছুটা বাড়ানো হবে দোকান বাজারের সময়।খোলা হবে রেস্তোরাঁ, শপিং মল, পানশালা এবং হোটেল। খোলা থাকছে সরকারি এবং বেসরকারি অফিসও। যদিও এখনও বন্ধই থাকছে স্কুল কলেজ। বন্ধ ট্রাম,বাস,ট্রেন, মেট্রোও। কী কী পরিষেবা পাওয়া যাবে, আর কীই বা পাওয়া যাবেনা এই লকডাউনে? আসুন দেখে নিই একনজরে।

১.সকাল ৭টা থেকে বেলা ১১টা অবধি খোলা থাকবে দোকান,বাজার,হাট,মুদিখানা।

২.সকাল ১০টা থেকে ৬টা অবধি খোলা অন্যান্য খুচরো দোকান।

৩.সকাল ১০টা থেকে দুপুর ২টো অবধি খোলা ব্যাঙ্ক।

৪.সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা সরকারি এবং বেসরকারি অফিস। ২৫% কর্মী নিয়েই চালাতে হবে কাজ।

৫.দুপুর ১২টা থেকে রাত ৮টা অবধি খোলা রেস্তোরাঁ, পানশালা,হোটেল। ৫০% গ্রাহক নিয়েই খোলা হবে সেগুলি।

৬.সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা অবধি খোলা শপিং মল। সর্বোচ্চ ৩০% উপভোক্তার প্রবেশাধিকার থাকবে।

৭. বন্ধ থাকছে জিম, স্পা, সিনেমা হল।

৮. বন্ধ থাকছে সমস্ত ধরণের গণপরিবহণ ব্যবস্থা। যদিও চিকিৎসার প্রয়োজনে ছাড় পাওয়া যাবে অটো এবং ট্যাক্সিতে।

৯. টিকাকরণের প্রমাণপত্র থাকলে তবেই মর্ণিং ওয়াকের জন্য যাওয়া যাবে পার্কে।

১০. রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া বন্ধ যানচলাচল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

টিকা নিলেই 'ম্যাগনেট ম্যান'? বুজরুকি, প্রমান করলেন এই ব্যক্তি । এম ভারত নিউজ

করোনা টিকার দুটি ডোজ নেওয়ার পরই একেবারে রাতারাতি ‘ম্যাগনেট ম্যান’ হয়ে উঠেছিলেন নাসিকের এক প্রৌঢ়। সেই খবর সামনে আসা মাত্রই দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে তা। স্যোশাল মিডিয়ায় পোস্ট হতে থাকে একের পর এক ভিডিও। একটি ভিডিওতে ওই ব্যাক্তিকে দাবী করতে দেখা যায় যে করোনা টিকার দুটি ডোজ নেওয়ার পরই চুম্বকে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected