বিতর্কিত জ্ঞানবাপী মামলা এবার কোন পথে ? এম ভারত নিউজ

admin

এই রায়ে খুশি বৈদিক সনাতন সংঘ। তারা বলে, এইটাই আমাদের জয়ের প্রথম ধাপ।

0 0
Read Time:2 Minute, 13 Second

জ্ঞানবাপী মামলায় বড় জয় পেল হিন্দুপক্ষ। বিশ্ব বৈদিক সনাতন সংঘের সাধারণ সম্পাদক কিরণ সিং গত ২৪ মে বারানসী আদালতে একটি মামলা দায়ের করেন। সেখানে বৈদিক সনাতন সংঘের সাধারণ সম্পাদকের দাবি ছিল জ্ঞানবাপী মসজিদ চত্বরে মুসলিমদের প্রবেশ বন্ধ করতে হবে এবং শিবলিঙ্গে পুজোর আর্জিও জানানো হয়। তারপর বারাণসী জেলা আদালতের বিচারক এই মামলাটি ফাস্টট্র্যাক কোর্টে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

এরপরই জ্ঞানবাপী মসজিদ রক্ষণাবেক্ষণে থাকা অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি ১৯৯১ সালের ধর্ম পালনের আইন উদ্ধৃত করে এর বিরোধিতা করে। তারা বলে ১৯৯১ সালে ধর্ম পালনের আইন অনুযায়ী বলা আছে, ধর্ম পালনের জায়গার চরিত্র বদল করা যাবে না।

এরপরই বৃহস্পতিবার জ্ঞানবাপী রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি দায়ের করা মামলা বারাণসী আদালত খারিজ করে দেয়। জেলা প্রশাসনের আইনজীবী বলেন বৈদিক সনাতন সংঘের সাধারণ সম্পাদকের দায়ের করা পিটিশনের গ্রহণযোগ্যতা রয়েছে। তাই ২ ডিসেম্বর মামলার শুনানি ধার্য করেছে বারাণসীর ফাস্টট্র্যাক কোর্টের বিচারক মহেন্দ্র কুমার পান্ডে। এরপরই এই রায়ে খুশি বৈদিক সনাতন সংঘ। তারা বলে, এইটাই আমাদের জয়ের প্রথম ধাপ। এই জয় সকল সনাতনীদের।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জেলাশাসককে তুই-তোকারি! বিতর্কে দিলীপ, দেখুন ভিডিও। এম ভারত নিউজ

"তোর বাপের টাকা? তাই কেন্দ্র সরকার এদেরকে বার বার শর্ত দিচ্ছে ,নাহলে টাকা বন্ধ করে দেবে।"

Subscribe US Now

error: Content Protected