Read Time:57 Second

করোনা আবহে যাবতীয় সুরক্ষাবিধিকে মেনে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টার ক্লাবের এবারের নিবেদন “মাটির টানে মায়ের আগমন”। বিগত বছর গুলোতে বিশালাকার থিমের প্যান্ডল করে এলাকাবাসীর নজর কাড়ত উদ্যোক্তারা। তবে এবছর করোনার কারণে বাজেটে কাঁটছাঁট করা হয়েছে। তাদের এবারের পরিকল্পনা দশ হাজার মানুষকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ। এছাড়াও এবছর মুখ্যমন্ত্রীর সমস্ত গাইড লাইন মেনেই পুজো পরিচালনা করছে বলেই দাবি নন্দকুমার স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টারের।