৬ বছর আগেও একবার মারন রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা, তখন শিরদাঁড়ার ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী । সুস্থও হয়ে উঠেছিলেন , ফিরে এসেচগিলেন সাভাবিক জীবনে । তবে ৬ বছরের মধ্যেই ফের ক্যান্সার থাবা বসাল ঐন্দ্রিলার শরীরে । তবে এবার ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত তিনি । চিকিৎসার জন্যে গিয়েছিলেন দিল্লীতে । সেখানে প্রথম কেমো থেরাপির পর ফিরে আসেন কলকাতায় । ফিরেছিলেন কাজেও । তবে কেমো থেরাপির জন্যে অভিনেত্রীর মাথা ভর্তি চুল কেটে ফেলতে হল । ন্যাড়া হয়ে যেতে হল অভিনেত্রীকে। এই সফরে শুরু থেকেই তাঁর সঙ্গে রয়েছেন তাঁর অভিনেতা বন্ধু সব্যসাচী চৌধুরী অর্থাৎ সকলের প্রিয় ‘বামাখ্যাপা’ । তাই ঐন্দ্রিলার এই পদক্ষেপেও তাঁর পাশেই থাকলেন তিনি । নিজের লম্বা চুল কেটে ছোট করে দিলেন সব্যসাচী । এরপর ফেসবুকে ৫ মাস আগে ও পরের ছবি পোস্ট করে অভিনেতা সব্যসাচী চৌধুরী লেখেন, ”৫ মাস আগে ও পরে মানুষের জীবন কতটা বদলে যেতে পারে? খারাপ চুলের দিন শেষ।” এমন একজন বন্ধুকে পাশে পেয়ে সত্যিই ধন্য অভিনেত্রী । এছাড়ড়াও তিনি তাঁর পাশে পেয়েছেন বহু ভালোবাসার মানুষ, তাঁর বক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের । আমরাও ঐন্দ্রিলার খুব শীঘ্রই সুস্থতার কামনা করি ।
মারন রোগে আক্রান্ত হয়ে চুল হারালেন ঐন্দ্রিলা । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 59 Second