Read Time:1 Minute, 15 Second

দিন দিন রাজ্যে চওড়া হচ্ছে করোনার গ্রাফ। তাতে কি। দোড়গোড়ায় যে কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কয়েকদিন আগেও ঘরে বসে পুজোর কাউন্টডাউন করছিল বাঙালি। পুজো যত এগোচ্ছে কলকাতার উত্তর থেকে দক্ষিণের বাজারগুলিতে প্রতিদিনই রেকর্ড ভিড়। হাতিবাগান থেকে গড়িয়াহাট, নিউমার্কেট সর্বত্রই একই ছবি। যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন, মাস্ক পরতে এবং শারীরিক দুরত্ব বজায় রাখতে, সেখানে বাজারগুলিতে দেখা যাচ্ছে মুখের মাস্ক কারোও ঝুলছে গলায় তো কারোও আবার থুতনিতে। আর শারীরিক দুরত্ব তো শুধু শব্দ হয়ে দাঁড়িয়েছে। থিকথিকে ভিড়েও চুটিয়ে কেনাকাটা করছে মানুষ। তবে কি পুজোর পর সংক্রমণ বাড়ায় ফের লকডাউন হতে চলেছে রাজ্যে। এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আমজনতার মনে।
