নিশীথ প্রামাণিক-উদয়ন গুহ তরজায় সরগরম দিনহাটা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 48 Second

উপনির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই সরগরম দিনহাটা উপনির্বাচন কেন্দ্রের পরিস্থিতি। সকাল থেকেই সেখানে সন্ত্রাস এবং বিধিলঙ্ঘনের ছবি উঠে আসছে বারবার। এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল খোদ স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। এদিন বেলার দিকে দিনহাটা লালবাহাদুর শাস্ত্রী বিদ্যালয়ের ২৩২ নম্বর বুথে ভোট দিতে যান নিশীথ। আর সেখানেই বুথের মধ্যে নিজের সশস্ত্র দেহরক্ষী নিয়ে ঢোকার অভিযোগ উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। নির্বাচনী বিধিভঙ্গ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ। এমনই অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। এর আগে ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার পর থেকেই শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন নিশীথ প্রামাণিক।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উদয়ন গুহ একটি ভিডিও ফুটেজ দেখিয়ে সশস্ত্র দেহরক্ষী নিয়ে বুথে ঢোকার অভিযোগ করেন নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। ওই ভিডিও রেকর্ড দেখিয়ে উদয়ন গুহর দাবি, নিশীথ প্রামাণিকের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তাঁর নিজস্ব সশস্ত্র দেহরক্ষীরাও। এই ধরনের আচরণ নির্বাচনী বিধি লঙ্ঘন। তাঁর আরও দাবি, “সকাল থেকে বিজেপি প্রার্থী ও বিজেপি নেতারা নানা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু এই ছবি দেখলেই বোঝা যাচ্ছে কারা নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে, কারা ভোটারদের প্রভাবিত করে, নানাভাবে ভয় দেখিয়ে ভোট করতে চাইছে।” উদয়নের এই দাবির পাল্টা জবাব দিয়েছেন নিশীথও। যদিও সকাল বেলায় উদয়নের বিরুদ্ধে নিজের নাবালক নাতিকে নিয়ে ভোট দেওয়ার অভিযোগ ওঠে। বলাবাহুল্য, উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত দিনহাটা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ত্রিপুরায় অভিষেকের সভার আগেই মাস্টারস্ট্রোক বিজেপি সরকারের ! এম ভারত নিউজ

শুক্রবার গভীর রাতে কোভিড স্বাস্থ্যবিধি জনিত নয়া নির্দেশিকা জারি করল বিপ্লব দেবের সরকার। পশ্চিমবঙ্গ থেকে কোনও ব্যক্তি বিমান, রেল কিংবা সড়ক পথে ত্রিপুরায় এলে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক, এমনটাই লেখা ওই নির্দেশিকায়। আর ওই নির্দেশিকাকে ঘিরেই আবার শুরু হল তৃণমূল-বিজেপি তরজা। ঘাসফুল শিবিরের দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে […]

Subscribe US Now

error: Content Protected