বৃহস্পতিবার কাঁথিতে পাল্টা মিছিল শুভেন্দুর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 49 Second

বুধবার অধিকারী গড়ে হানা দিয়েছে তৃণমূল, এবার নিজের গড় রক্ষা করতে বিজেপিতে যোগ দেওয়ার পর কাঁথিতে প্রথম মিছিল করতে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার এই কাঁথি তৃণমূল সভা করে তাঁকে মীরজাফর, বিশ্বাসঘাতক ও নির্লজ্জ বলে আক্রমণ করেছে। তাঁর বর্তমান দলের শীর্ষ নেতাদেরও কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রাক্তন দলের শীর্ষ নেতৃত্ব। এবার তারই জবাব দিতে বৃহস্পতিবার পাল্টা মিছিল করতে চলেছেন শুভেন্দু।

বিজেপি’র কাঁথি সাংগঠনিক জেলা সূত্রে খবর, কাঁথি শহরের মেচেদা বাইপাস থেকে পদযাত্রা শুরু হবে। প্রথমে সাংসদ সৌমিত্র খাঁয়ের এই পদযাত্রায় হাঁটার কথা ছিল তবে পরে শুভেন্দু দলবদল করায় এদিন তিনিও মিছিলে হাঁটবেন। দল বদলের পরে মঙ্গলবারই বর্ধমানের পূর্বস্থলীতে প্রথম বার বিজেপির জনসভায় অংশ নেন শুভেন্দু। কিন্তু নিজের গড়ে প্রথম রাজনৈতিক কর্মসূচি তাঁর। বিজেপি-র পাল্টা মিছিল ও সভা শুভেন্দুর কাছে মস্তবড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। যদিও বিজেপির দাবি, বৃহস্পতিবারের সভায় নজর কাড়বে জমায়েত। ৩৫ থেকে ৪০ হাজার সমর্থক শুভেন্দুর মিছিলে জড়ো হচ্ছেন বলেই দাবি স্থানীয় নেতৃত্বের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনার গ্রাসে আন্টার্কটিকাও । এম ভারত নিউজ

যে আন্টার্কটিকা এতদিন করোনা-মুক্ত হিসেবে চিহ্নিত ছিল এখন সেখানেও হানা দিল সংক্রমণ। চিলি মিলিটারি থেকে জানানো হয়েছে, এই সপ্তাহে বরফ ঠান্ডা সমুদ্র ও হিমশৈল দিয়ে ঘেরা একটি গবেষণা কেন্দ্র থেকে সব স্বাস্থ্যকর্মী ও সেনা অফিসারদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের আলাদাভাবে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। চিলির সেনাবাহিনী থেকে জানানো […]

Subscribe US Now

error: Content Protected