বুধবার অধিকারী গড়ে হানা দিয়েছে তৃণমূল, এবার নিজের গড় রক্ষা করতে বিজেপিতে যোগ দেওয়ার পর কাঁথিতে প্রথম মিছিল করতে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার এই কাঁথি তৃণমূল সভা করে তাঁকে মীরজাফর, বিশ্বাসঘাতক ও নির্লজ্জ বলে আক্রমণ করেছে। তাঁর বর্তমান দলের শীর্ষ নেতাদেরও কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রাক্তন দলের শীর্ষ নেতৃত্ব। এবার তারই জবাব দিতে বৃহস্পতিবার পাল্টা মিছিল করতে চলেছেন শুভেন্দু।
বিজেপি’র কাঁথি সাংগঠনিক জেলা সূত্রে খবর, কাঁথি শহরের মেচেদা বাইপাস থেকে পদযাত্রা শুরু হবে। প্রথমে সাংসদ সৌমিত্র খাঁয়ের এই পদযাত্রায় হাঁটার কথা ছিল তবে পরে শুভেন্দু দলবদল করায় এদিন তিনিও মিছিলে হাঁটবেন। দল বদলের পরে মঙ্গলবারই বর্ধমানের পূর্বস্থলীতে প্রথম বার বিজেপির জনসভায় অংশ নেন শুভেন্দু। কিন্তু নিজের গড়ে প্রথম রাজনৈতিক কর্মসূচি তাঁর। বিজেপি-র পাল্টা মিছিল ও সভা শুভেন্দুর কাছে মস্তবড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। যদিও বিজেপির দাবি, বৃহস্পতিবারের সভায় নজর কাড়বে জমায়েত। ৩৫ থেকে ৪০ হাজার সমর্থক শুভেন্দুর মিছিলে জড়ো হচ্ছেন বলেই দাবি স্থানীয় নেতৃত্বের।