চিটফান্ড তদন্তে বড়োসড়ো পদক্ষেপ নিল সিবিআই । চিটফান্ড তদন্তে থেকে সরানো হল সিবিআই তদন্তের সঙ্গে যুক্ত এসপি সান্তনু করকে। জানা যাচ্ছে চিটফান্ড সম্পর্কিত এই মামলায় দীর্ঘ দিন ধরে তদন্তকারী সংস্থার ভারপ্রাপ্ত এসপি হিসেবে রাখা হয়েছিল তাঁকে । তবে আজ হঠাৎই তাঁকে কলকাতা থেকে ব্যাঙ্গালুরুতে স্থানান্তর করানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য সিজিও কমপ্লেক্সে কর্মরত এই এসপিকে এর আগেও বহু চিটফান্ড সম্পর্কিত মামলার তদন্ত করতে দেখা গিয়েছে। তবে আজ হঠাৎই তাঁর পরিবর্তে নিয়ে আসা হচ্ছে অন্য আরেকজন আইপিএস অফিসারকে। জানা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে ওই আইপিএস অফিসারকে কলকাতায় পাঠানো হচ্ছে ।

২০২১ বঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভের পর ক্ষমতায় এসে সর্বপ্রথম চিটফান্ড জনিত মামলাগুলির নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তদন্তকারী সংস্থার তরফ থেকেও প্রয়াগ, আইকোর, এমপিএস-এর মতো চিটফান্ড কাণ্ডগুলোর তদন্ত দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে। আর সেই কারণেই তদন্তকারী সংস্থার অভ্যন্তরে এই রদবদল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।