চিটফান্ড নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত নিল সিবিআই । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 45 Second

চিটফান্ড তদন্তে বড়োসড়ো পদক্ষেপ নিল সিবিআই । চিটফান্ড তদন্তে থেকে সরানো হল সিবিআই তদন্তের সঙ্গে যুক্ত এসপি সান্তনু করকে। জানা যাচ্ছে চিটফান্ড সম্পর্কিত এই মামলায় দীর্ঘ দিন ধরে তদন্তকারী সংস্থার ভারপ্রাপ্ত এসপি হিসেবে রাখা হয়েছিল তাঁকে । তবে আজ হঠাৎই তাঁকে কলকাতা থেকে ব্যাঙ্গালুরুতে স্থানান্তর করানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য সিজিও কমপ্লেক্সে কর্মরত এই এসপিকে এর আগেও বহু চিটফান্ড সম্পর্কিত মামলার তদন্ত করতে দেখা গিয়েছে। তবে আজ হঠাৎই তাঁর পরিবর্তে নিয়ে আসা হচ্ছে অন্য আরেকজন আইপিএস অফিসারকে। জানা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে ওই আইপিএস অফিসারকে কলকাতায় পাঠানো হচ্ছে ।

২০২১ বঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভের পর ক্ষমতায় এসে সর্বপ্রথম চিটফান্ড জনিত মামলাগুলির নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তদন্তকারী সংস্থার তরফ থেকেও প্রয়াগ, আইকোর, এমপিএস-এর মতো চিটফান্ড কাণ্ডগুলোর তদন্ত দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে। আর সেই কারণেই তদন্তকারী সংস্থার অভ্যন্তরে এই রদবদল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আজই ফল প্রকাশ হতে চলেছে উচ্চমাধ্যমিকের । এম ভারত নিউজ

আজই ফল প্রকাশ হতে চলেছে উচ্চ মাধ্যমিকের । করোনার এই কঠিন পরিস্থিতিতে সংক্রমনের মাঝে নেওয়া সম্ভব হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর সেই কারণেই এবার গণতান্ত্রিক অধিকারের প্রেক্ষিতে দেওয়া হবে প্রাপ্য নাম্বার। জানা যাচ্ছে মাধ্যমিকের মত উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও পূর্ব শ্রেণীতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই নাম্বার দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের। প্রসঙ্গত উল্লেখ্য এবারের উচ্চ মাধ্যমিক […]
state_282

Subscribe US Now

error: Content Protected