করোনা সংক্রমণ রুখতে শর্ত সাপেক্ষে মুক্তি দোষীদের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 35 Second

সংশোধনাগারের করোনা সংক্রমণ রুখতে এবার নয়া নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। মূলত করোনা সংক্রমণ রুখতে এবার শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হবে দোষীদের। প্রাথমিকভাবে, রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে বন্দি থাকা দুই হাজার সাতশো সাজাপ্রাপ্ত আবাসিক কে প্যারোলে ছাড়া হবে বলে স্থির করা হয়েছে। দেশের এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে গত কয়েক মাসে বেশ কিছু সংশোধনাগারে বন্দীদের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। এমনকি করোনার আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বেড়েছে বেশ কিছুটা। মূলত সুপ্রিম কোর্টেরই এই নয়া রায়ের পরিপ্রেক্ষিতে এবার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। অতিমারির কঠিন পরিস্থিতি নিয়ে কারাবিভাগে তরফ থেকে আজই, একটি বৈঠক করেন সমস্ত আধিকারিকরা।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে নাজেহাল দেশের মধ্যে সর্বোচ্চ সংক্রমিত রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গ বেশ খানিকটা উপরে স্থান করে নিয়েছে নিজের ।আর এরই মধ্যে রাজ্যের প্রায় বেশ কয়েকটি সংশোধনাগারের করোনা সংক্রমনের খবর সামনে আসার পরই রাজ্য সরকারি তরফে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী কয়েক দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হবে সংশোধনাগারের দোষীদের। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে ধাপে ধাপে এই কাজ শুরু হবে বলে কারাদফতর সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি সব আবাসিকদের একসঙ্গে ওয়ার্ডের বাইরে বের না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে সরকারি তরফে। প্রসঙ্গত উল্লেখ্য গতবার করোনা সংক্রমণের সময় যাদের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল এবার তাঁদের আগামী ৯০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনাকালে 'জাতীয় প্রযুক্তি দিবস', ঠিক কতটা তাৎপর্যপূর্ণ ? । এম ভারত নিউজ

গোটা ভারতবর্ষ জুড়ে আজ পালিত হচ্ছে, ‘জাতীয় প্রযুক্তি দিবস’। হ্যাঁ ১১ই মে দিনটি ভারতে পালিত হয় ‘জাতীয় প্রযুক্তি দিবস’ হিসাবে। দিনটি শুরু করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। দেশের উন্নয়নে বিজ্ঞান ও বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য, তাই জাতীয় প্রযুক্তি দিবস পালনের কথা বলেন তিনি। আজকের দিনটি শুধুমাত্র এই একুশ শতকে দাঁড়িয়ে […]

Subscribe US Now

error: Content Protected