করোনার থাবা এবার গান্ধী পরিবারেও।করোনা আক্রান্ত হয়েছেন সোনিয়ার জামাই রবার্ট ভদরা। প্রিয়াঙ্কা গান্ধীর লালা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এলেও আপাতত আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিলেন প্রিয়াঙ্কা গান্ধী। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশের বিভিন্ন রাজ্য । এরমধ্যে সবথেকে বেশি আক্রান্তদের সংখ্যা বেড়েছে মহারাষ্ট্র এবং মুম্বাইয়ের মত বড় মেট্রোপলিটন শহরগুলিতে।
কথায় বলে” জান হ্যায়তো জাহান হে” ।এই কথাটা বাস্তব প্রয়োগ দেখতে পাওয়া গেল প্রিয়াঙ্কা গান্ধীর সোশ্যাল মিডিয়ায়। একজন রাজনীতিবিদের জন্য নির্বাচনের থেকে বড় গুরুত্বপূর্ণ সময় আর কিছুই হতে পারেনা। আর সেই গুরুত্বপূর্ণ নির্বাচনের সময়েই যদি শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে বসে থাকতে হয় তাহলে এর থেকে খারাপও কিছু হতেও পারেনা সেই রাজনীতিবিদের জন্য। বর্তমানে পশ্চিমবঙ্গ এবং আসামের বিধানসভা নির্বাচন চলছে । পাশাপাশি আগামী দিনে শুরু হতে চলেছে অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচন। আগামী দিনে অসম কেরালা এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য সমস্ত কর্মসূচি বাতিল করলেন প্রিয়াঙ্কা গান্ধী ।তিনি তার সোশ্যাল মিডিয়া একাউন্টে লিখেছেন, “করোনাভাইরাসের সংক্রমণ রুখতে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপাতত আমি নিজেকে বিচ্ছিন্ন করছি। আর সেই কারণেই অসম কেরল ও তামিলনাড়ু সফর বাতিল করতে বাধ্য হচ্ছি। সফর বাতিল করার জন্য দলীয় কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।”