Read Time:1 Minute, 7 Second

করোনার জেরে সমস্যায় পড়েছেন মুক্ত মঞ্চের শিল্পীরা। দীর্ঘ আট মাস ধরে বন্ধ মুক্তমঞ্চের সংস্কৃত অনুষ্ঠান। নিউ নর্মালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সর্বোচ্চ 200 জনকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে।

অভিযোগ, তা সত্ত্বেও পুলিশ কোনো মুক্তমঞ্চে অনুষ্ঠান করার অনুমতি দিচ্ছে না। প্রতিবাদে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে NH41 জাতীয় সড়ক অবরোধ করেন মুক্তমঞ্চের শিল্পীরা। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত মুক্তমঞ্চে অনুষ্ঠান করার অনুমতি দিতে হবে। এদিন বেশকিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে তা উঠে যায়। এদিকে, অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।