পিগি চপস নাকি মা হতে চলেছেন। কান পাতলেই বলিউডের আকাশে বাতাসে এমনই খবর শোনা যাচ্ছে। আসলে কয়েকদিন আগেই কালো পলকা ডট পোশাকে নিজেকে আরামদায়ক ভঙ্গিতে মেলে ধরেছিলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। আর তাতেই যত শোরগোল। নেটিজেনদের কথায়, পূর্বে যেসব বলি তারকারা সন্তানের আগমন বার্তা দিয়েছেন যেমন নাতাসা, করিনা কাপূর থেকে অনুষ্কা শর্মা প্রত্যেকেই কালো পলকা ডটে নিজেদের মেলে ধরেছেন। ঠিক যেভাবে কয়েকদিন আগে দেখা গিয়েছে নিক ঘরণীকে।
সেইসঙ্গে কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকো বলতে শোনা গিয়েছে খুব শীঘ্রই ফ্যামিলি প্ল্যানিং করতে চলেছেন প্রিয়াঙ্কা-নিক। তবে সময়ের অপেক্ষা। নেটিজেনদের কথায় তবে কী সেই সময় চলে এসেছে। এ প্রশ্নের উত্তর অবশ্য খোলাসা করেননি বলি অভিনেত্রী। তাই শুভ খবরের অপেক্ষায় তাঁর অনুরাগীরা। প্রসঙ্গত 2018 সালে মার্কিন পপ তারকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া।