আজ সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই থাকছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ । যদিও এই ভাষণকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ষোলোটি বিরোধী দল , করোনা আবহে বাজেটের একটি প্রধান বিশেষত্ব হলো এই বাজেট প্রথমে কাগজে ছাপানো হবে না, এমনকি স্বাধীনতার পর থেকে ইতিহাসে প্রথমবার এরকম ঘটনার নজির রাখতে চলেছে সংসদ ভবন।আগামী পয়লা ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । কিছুদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বয়ং ইউনিয়ন মোবাইল বাজেট অ্যাপ ,নামক একটি অ্যাপ উদ্বোধন করেছিলেন, যাতে সাধারণ মানুষকে বাজেট সম্পর্কিত কোন তথ্য বা নথি নিয়ে বিভ্রান্তিতে পড়তে না হয়। মোবাইলের প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে আ্যাপটিকে ডাউনলোড করলেই সমস্ত নথি পৌঁছে যাবে এই অ্যাপের মাধ্যমে। এই অ্যাপের মধ্যে রয়েছে ডাউনলোড, মুদ্রণ, সার্চ, জুম ইন এবং আউট, বাইডাইরেকশন স্ক্রোলিং এবং এক্সটার্নাল লিঙ্ক৷ তদুপরী অ্যানড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে হিন্দি এবং ইংরেজি, দুটি ভাষাতেই এটি পাওয়া যাবে৷ বাজেট সংক্রান্ত মোট ১৪টি নথি এই অ্যাপের মাধ্যমে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে ৷
পাশাপাশি করোনা আবহে প্রথমবার বাজেট অধিবেশন হওয়ার কারণে চিন্তিত কেন্দ্রীয় সরকারও । প্রত্যেক সংসদকেই rt-pcr টেস্ট করানোর জন্য বলা হয়েছে। পাশাপাশি মেনটেন করা হবে সোশ্যাল ডিসটেন্স। কোভিদ বিধি মেনেই শুরু হতে চলেছে এই অধিবেশন।
আজকের অধিবেশনে দিকে মুখিয়ে রয়েছে ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেক্ট্রনিক্স অ্য়াসোসিয়েশন। তাদের দাবি মোবাইলে পণ্য পরিষেবার ওপর করের হার কমানো হোক ।গতবছর ৫০% ডিএসটি বসানো হয় তাদের মাথায় হাত পড়ে।