নিউ নর্মালে দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজো। যাবতীয় করোনা বিধি মেনে একপ্রকার জৌলুসহীনভাবেই পুজোর আয়োজন করে উলুবেড়িয়ার বেশকয়েকটি গ্রামের পুজো কমিটিগুলি।

প্রতিবছর হাওড়া জেলার উলুবেড়িয়ার বাসুদেবপুর,ঘোষালচক,সাহাপুর,বুড়িখালি সহ বেশ কয়েকটি গ্রাম জগদ্ধাত্রী আরাধনায় মেতে ওঠে। তবে এবছর করোনার জেরে উৎসবে ভাঁটা পড়েছে। অন্যান্য বছর লাইট,সাউন্ডের পাশাপাশি রাতভর দর্শকদের পায়ের শব্দে ঘুম ছোটে গ্রামবাসীর। দর্শকদের ভিড় সামাল দিতে হিমসিম খেতে হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে। এবছর একেবারে অন্যছবি একাধিক পুজো মণ্ডপে। উধাও চেনাভিড়ের ছবি। বলে রাখি বেশ কয়েকটি গ্রাম মিলিয়ে তিন কিলোমিটার এলাকার মধ্যে ছোটো বড় কয়েকশো প্রতিমা হওয়ায় হাওড়ার এই গ্রামের পুজোগুলি একসঙ্গে হাওড়ার মিনি চন্দননগরের পুজো নামেই প্রচলিত।

সংক্রমণের কারণে এবছর থিম ভুলে সাবেগি আনায় মজেছে পূজো কমিটিগুলি। বেশ কয়েকটি পুজোকমিটি ঘট পুজোর মাধ্যমে নমো নমো করে পুজো সেরেছেন। পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা করছেন এমনই এক পুজো উদ্যোক্তারা। সেইসঙ্গে মানা হচ্ছে সামাজিক দুরত্ব বিধিও, এমনটাই দাবি উদ্যোক্তাদের।