সংসদ কাণ্ডে মূল অভিযুক্তের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। এম ভারত নিউজ

admin

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেয়

0 0
Read Time:2 Minute, 2 Second

সংসদে নিরাপত্তা লঙ্ঘনের মামলায় গ্রেফতার হওয়া ললিত ঝা’কে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট৷ শুক্রবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ বিচারক হরদীপ কৌর, ললিত ঝা’কে দিল্লি পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এ’দিন ললিতকে আদালতে পেশ করা হলে, সরকারি আইনজীবী জানান, তিনি (ললিত) সংসদে স্মোক বোমা অ্যাটাকের মূল পরিকল্পনাকারী এবং পুরো ষড়যন্ত্র উদঘাটনের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতেও চায় পুলিশ৷ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেয়।

ললিত মোহন ঝা-এর বড় ভাই শম্ভু ঝা এর দাবি, পুরো পরিবার এখনও অবিশ্বাসের মধ্যে রয়েছে। শম্ভু সাংবাদিকদের বলেন, “আমরা জানি না সে কীভাবে এই সমস্ত কিছুতে জড়িত ছিলেন। সে সবসময় ঝামেলা থেকে দূরে থাকত। ছোট থেকেই অত্যন্ত শান্ত এবং খুব অন্তর্মুখী ছিল। আমরা এটুকুই জানতাম সে এনজিওর সঙ্গে জড়িত ছিল৷ সঙ্গে প্রাইভেট পড়াত। টিভি চ্যানেলে তার ছবি দেখে আমরা সত্যিই হতবাক৷”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিরাট সাফল্য ‘অ্যানিম্যাল’-এর, কত ব্যবসা করল এই ছবি? এম ভারত নিউজ

তেলেগুতে ১.২২ কোটি, তামিল ভাষায় ১৫ লক্ষ, কন্নড় ভাষায় ১ লক্ষ

Subscribe US Now

error: Content Protected