অমিত শাহের টানেই বিজেপিতে যোগ অরিন্দম ভট্টাচার্যের| এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 31 Second

রাজনীতির ময়দানে একের পর এক অভিনেতা অভিনেত্রী এমনকি খেলোয়াড়রাও যোগ দিচ্ছেন|এবার বিজেপিতে যোগ দিলেন এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। মঙ্গলবার হেস্টিংস অফিসে অমিত মালব্য এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন অরিন্দম। রাজনীতিতে নাম লেখালেও ফুটবলকে বিদায় জানানোর এখনই কোনও ইচ্ছে নেই তাঁর । যথারীতি তিনি এটিকে মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়ে এএফসি কাপে খেলতে চান। কিন্তু রাজনীতি এবং খেলাধুলো দুটো একসঙ্গে বজায় রাখা কীভাবে সম্ভব? অরিন্দম বলছেন, তাঁর কোনও অসুবিধা হবে না। হয়তো সবসময় দলের প্রচারে তিনি থাকতে পারবেন না। তবে, যতটা সম্ভব রাজনীতিকে সময় দেবেন। এবং একইসঙ্গে খেলা চালিয়ে যাবেন। সবদিক ভেবেচিন্তেই রাজনীতির ময়দানে হাজির হয়েছেন এটিকে মোহনবাগানের গোলরক্ষক। যদিও তাঁর সাফ কথা, এখনই ১০০ শতাংশ রাজনীতিতে নেমে পড়তে চান না তিনি। আরও অন্তত ৫-৭ বছর খেলা চালিয়ে যেতে চান| প্রশ্ন হল, কেরিয়ারের কার্যত মধ্যগগনে থাকাকালীন কেন রাজনীতিতে নামার সিদ্ধান্ত?

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অরিন্দম বলছেন, “এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারও সঙ্গে আলোচনা করে আমি রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিইনি। অমিত শাহের আমন্ত্রণেই বাংলায় পরিবর্তন আনার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি। অনেক দিন ধরেই ওঁরা আমাকে ওঁদের দলে যোগ দেওয়ার জন্য বলছিলেন। ওঁর অনুপ্রেরণাতেই আমার রাজনীতিতে আগমন।” প্রসঙ্গত,ভোটের ময়দানে এর আগে বাংলার দুই প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং অশোক দিন্দা রাজনীতিতে এসেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এবার ইডির তলব পার্থকে । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি: সিবিআই-এর পর এবার ইডি সমন পাঠালো পার্থ চট্টোপাধ্যায়কে। ইডির সূত্রের খবর এই যে প্রকাশ্য একটি মঞ্চে দাঁড়িয়ে পার্থবাবু একটি অর্থ লগ্নিকারী সংস্থাকে সমর্থন করেছিলেন, যার জন্যই তাকে আজ সমন পাঠানো হয়েছে। তবে কেবলমাত্র বেহালা পশ্চিমের এই তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়কেই নয়, এবার কলকাতা পৌরসভার অন্য এক বিদায়ী […]

Subscribe US Now

error: Content Protected