করোনার দ্বিতীয় স্টেনের ঢেউ আসতে না আসতেই ছাড়পত্র পেয়েছে অক্সফোর্ডের তৈরি করোনার ভ্যাকসিন এস্ট্রোজেনেকা । পরবর্তীতে ছাড়পত্র পায় ভারতের তৈরি কোভ্যাকসিন। সুপারিশ দেওয়া হল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অরগানাইজেশন এর তরফ থেকে । তবে এখানেই শেষ নয় পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে , সিদ্ধান্ত জানাবেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল । তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে । এই ভ্যাকসিন এর সফলতার পেছনে আছে আই সি এম আর পুনে ইনস্টিটিউট অব ভাইরোলজি । ইতিমধ্যেই ‘ভারত বায়োটেক’-এর ভ্যাকসিন এর প্রথম দফার ট্রায়ালের রিপোর্ট কমিটির কাছে পৌঁছে দেয়া হয়েছে বিশেষজ্ঞ কমিটির কাছে।
জরুরী ক্ষেত্রে কে ভ্যাক্সিন কে ছাড়পত্র দেয়া হয়েছিল 7 ডিসেম্বর । সেই সময় কো ভ্যাকসিন প্রথম দফার ট্রায়াল’ শেষ হয়ে গেছিল। যদিও দ্বিতীয় দফার ট্রায়ালের কোন রিপোর্ট পাঠানো হয়নি। বর্তমানে তৃতীয় দফায় চলছে ট্রায়াল । শনিবার থেকে শুরু হয়ে গেছে রাজ্যের বিভিন্ন জেলা ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলি তে ভ্যাকসিন এর ড্রাই রান। জরুরী নিরাপত্তার কথা মাথায় রেখে করানো হচ্ছে এই ড্রাই রান। মেনটেন করা হচ্ছে সোশ্যাল ডিসটেন্স। তিনটি নির্দিষ্ট ঘরের মাধ্যমে চালানো হচ্ছে টিকা করন পদ্ধতি।